বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) নিয়ে দর্শকমহলে আলোচনার শেষ নেই। এক সময় এই ধারাবাহিকের অন্যতম আকর্ষণ ছিলেন অভিনেত্রী ‘রূপাঞ্জনা মিত্র’ (Rupanjana Mitra) এবং তাঁর অভিনীত লাবণ্য সেনগুপ্ত চরিত্রটি। সূর্যর মায়ের ভূমিকায় তাঁকে প্রথম দিন থেকেই দর্শকেরা ভীষণভাবে গ্রহণ করেছিলেন। নেতিবাচক রূপে শুরু হলেও ধীরে ধীরে চরিত্রের পরিবর্তন দর্শকের হৃদয়ে আলাদা জায়গা করে দেয়।
বিশেষ করে দিব্যজ্যোতি আর রূপাঞ্জনার মা-ছেলের রসায়ন দর্শককে গভীরভাবে ছুঁয়ে গিয়েছিল। তাই আজও অনেকেই লাবণ্য সেনগুপ্তকে মিস করেন। তবে ধারাবাহিকের অধ্যায়ে গল্পে এসেছে একেবারেই নতুন রূপে। সম্প্রতি প্রকাশিত প্রোমোতেই তার আভাস পাওয়া গেছে। জানা গেছে, এবার পুরনো গল্পটি আর থাকবে না, বরং নতুন রূপে সাজানো হবে গোটা ধারাবাহিক। তিয়াশা লেপচা, রাহুল মজুমদার ও স্বস্তিকা ঘোষ নতুন চরিত্রে হাজির হবেন।
তাদের চরিত্রের নামও একেবারে নতুনভাবে তৈরি করা হয়েছে— স্বস্তিকা হবেন সুদীপা, রাহুল থাকবেন আদিত্য রূপে আর তিয়াশাকে দেখা যাবে পরমার চরিত্রে। কিন্তু এই পরিবর্তনের মধ্যেই বড় চমক হলো দিব্যজ্যোতি দত্ত অর্থাৎ সূর্যর অনুপস্থিতি। দর্শকের প্রিয় এই অভিনেতাকে ছাড়া নতুন অধ্যায় শুরু হওয়ায় অনেক ভক্ত ইতিমধ্যেই হতাশা প্রকাশ করেছেন। মা-ছেলের জুটি না থাকলে সেই পুরনো আবেগ হয়তো হারিয়ে যাবে বলে মনে করছেন অনেকে।
তবে অন্যদিকে নতুন চরিত্রের নিয়ে নতুন গল্প দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে তুলছে। এরই মধ্যে আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। ইন্ডাস্ট্রি সূত্রে শোনা যাচ্ছে, নতুন গল্পেও তিনি আবার ফিরে আসতে পারেন। যদিও চ্যানেলের তরফ থেকে বা প্রোমোতেও এখনও কোনও ইঙ্গিত দেওয়া হয়নি। ফলে দর্শকের অনুমানই আপাতত ভরসা। যদি সত্যিই তিনি ফেরেন, তখন কী চরিত্রে অভিনয় করবেন, সেটাও নিশ্চিত হয়নি এখনও।
আরও পড়ুনঃ “মাচা অনুষ্ঠান করতে ভালো লাগে না, শুধু টাকার দরকারেই করি”— শ্বেতার বি’স্ফো’রক মন্তব্যে তোলপাড় সোশ্যাল মিডিয়া! ‘১৫ বছর ধরে অভিনয় করেও টাকার অভাব ফুরালো না?’ কটাক্ষ দর্শকদের!
তবে নতুন গল্প আরও আকর্ষণীয় হবে বলে ধারণা করছেন অনেকেই। উল্লেখ্য, বাংলা টেলিভিশনে এর আগে সাধারণত পুরনো ধারাবাহিক শেষ হয়ে নতুন শুরু হয়েছে। কিন্তু চলতি ধারাবাহিকের ভেতরেই একেবারে নতুন আঙ্গিক ও অধ্যায় যোগ হওয়ার নজির বিরল। আগামী ৪ সেপ্টেম্বর থেকে ‘অনুরাগের ছোঁয়া’তে এই নতুন অধ্যায় শুরু হতে চলেছে। এখন দেখার বিষয়, পুরনো আবেগের সঙ্গে নতুন গল্পের এই মিশেল দর্শক কতটা গ্রহণ করেন।