“মাচা অনুষ্ঠান করতে ভালো লাগে না, শুধু টাকার দরকারেই করি”— শ্বেতার বি’স্ফো’রক মন্তব্যে তোলপাড় সোশ্যাল মিডিয়া! ‘১৫ বছর ধরে অভিনয় করেও টাকার অভাব ফুরালো না?’ কটাক্ষ দর্শকদের!

টেলিভিশনের জনপ্রিয় মুখ শ্বেতা ভট্টাচার্যকে নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল আলোচনা। বাংলা সিরিয়ালে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। কিন্তু সম্প্রতি একটি মন্তব্য ঘিরে তাঁর জনপ্রিয়তায় যেন ভাঁটা পড়েছে। অনেকেই মনে করছেন, শ্বেতার একথা তাঁদের অনুভূতিকে আঘাত করেছে।

অভিনেত্রীকে কেন্দ্র করে এই বিতর্কের সূত্রপাত তাঁর মাচা অনুষ্ঠান নিয়ে করা মন্তব্যকে ঘিরে। শ্বেতা স্পষ্ট জানিয়েছিলেন, “মাচা অনুষ্ঠান করতে আমার ভালো লাগে না। অনেক দায়িত্ব মাথায় থাকে, টাকার দরকার হয় বলেই করি।” তাঁর এই বক্তব্য অনেকের কাছে অসম্মানজনক মনে হয়েছে। বিশেষত যাঁরা মঞ্চকে ভালোবেসে শিল্পচর্চা করেন, তাঁদের কাছে এই মন্তব্য ছিল অপমানের সমান।

আসলে মাচা অনুষ্ঠান এক সময় গ্রামীণ সংস্কৃতির প্রধান আকর্ষণ ছিল। পাড়ায় পাড়ায় মাইক বাজিয়ে এই অনুষ্ঠানই ছিল বড়দের বিনোদনের অন্যতম ভরসা। আজও বহু শিল্পীর কাছে এই মঞ্চ তাঁদের জীবনের প্রেরণা। তাই শ্বেতার বক্তব্য শোনার পর অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের দাবি, যেটা অনেক শিল্পীর কাছে পবিত্র স্থান, সেটিকে হেয় করা মোটেও উচিত হয়নি।

সোশ্যাল মিডিয়ায় ভেসে আসা প্রতিক্রিয়াগুলিতে স্পষ্ট দেখা গিয়েছে দর্শকদের রাগ। কেউ লিখেছেন, “যে জায়গাটা আপনি ভালোবাসেন না, সেই জায়গাটা অনেকের কাছে মন্দির।” আবার আরেকজন মন্তব্য করেছেন, “কত বড় শিল্পীরা আজও মাচায় গান গেয়ে মানুষকে আনন্দ দেন, উনি যদি এভাবে ছোট করেন তাহলে এই পেশায় আসাই উচিত হয়নি।”

আরও পড়ুনঃ “যেখানে প্রয়োজন নেই সেখানে কেন ওই ধরনের পোশাক পরব? অকারণে শরীর দেখাবে কেন?”— শ্বেতা ভট্টাচার্যের হাতকাটা পোশাক বিতর্কে এবার অভিনেত্রীর পাশে দাঁড়ালেন মমতা শঙ্কর!

অভিনেত্রীর বিরুদ্ধে আরও কটাক্ষ করেছেন অনেক নেটিজেন। তাঁদের মধ্যে একজন লিখেছেন, “অতিরিক্ত ভালো সাজতে গিয়ে ভুলভাল কথা বলে ফেলছেন।” কেউ কেউ আরও সরাসরি বলেছেন, “১৫ বছর ধরে অভিনয় করছেন, তারপরও নাকি টাকার অভাব ফুরোয় না! এত টাকার দরকারই বা কত?” সব মিলিয়ে শ্বেতার মন্তব্য যে দর্শকমহলে প্রবল ক্ষোভ তৈরি করেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

You cannot copy content of this page