একজন জীবিত অভিনেত্রীকে বিনা অনুমতিতে মালা পরিয়ে মৃ’ত সাজানো হয়! ক্ষুব্ধ অভিনেত্রী সাগরিকা রায়ের মন্তব্যের পর কী বললেন ‘জোয়ার ভাঁটা’র পরিচালক বাবু বণিক?

নতুন ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’ শুরু হওয়ার কয়েক দিনের মধ্যেই সামনে এল নতুন বিতর্ক। মা-হারা দুই বোন উজি ও নিশার গল্পকে কেন্দ্র করে তৈরি এই ধারাবাহিকে একটি দৃশ্যেই হঠাৎ দেখা যায় অভিনেত্রী সাগরিকা রায়ের ছবি—মৃত মায়ের চরিত্রে। কিন্তু সেই ছবি ব্যবহারের অনুমতি তিনি কখনও দেননি বলে অভিযোগ করেছেন অভিনেত্রী। বিষয়টি সামনে আসতেই শোর দর্শকদের মধ্যেও শুরু হয়েছে তুমুল আলোচনা।

সাগরিকার দাবি, তাঁকে প্রথমে এই ধারাবাহিকে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল ঠিকই, কিন্তু পরে আর কোনও যোগাযোগ হয়নি। তখন তিনি ইতিমধ্যেই ব্লু’জ প্রযোজনা সংস্থার ‘শোলক সারি’ ধারাবাহিকে অভিনয় করছিলেন। তাঁর কথায়, “আমার সঙ্গে কাজের জন্য যোগাযোগ করা হয়েছিল। কিন্তু পরে কিছুই জানানো হয়নি। হঠাৎ জানতে পারলাম, আমার ছবি ব্যবহার করা হয়েছে। অনুমতি নেওয়া হয়নি।” তবে তিনি এটাও স্পষ্ট করে দেন যে, কোনও ঝগড়া বা ব্যক্তিগত বিরোধ নেই। ইন্ডাস্ট্রির সবাই তাঁর পরিচিত এবং বন্ধু।

এ ঘটনার পরে সোশ্যাল মিডিয়া এবং দর্শক মহলে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠতে থাকে—তাহলে কী ভাবে ব্যবহার করা হল সাগরিকার ছবি? বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ধারাবাহিকের পরিচালক বাবু বণিক। তাঁর দাবি একেবারেই উল্টো। বাবুর কথায়, “সাগরিকার সঙ্গে বহু দিনের পরিচয়। ওর অনুমতি নিয়েই ছবি ব্যবহার করা হয়েছে। আমাদের কথোপকথনের স্ক্রিনশটও রয়েছে।” পাশাপাশি তিনি জানান, বিষয়টি প্রকাশ্যে আসার পরে তাঁরা বহুবার সাগরিকার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও কোনও উত্তর পাননি।

প্রযোজনা সংস্থার পক্ষ থেকেও স্পষ্ট জানানো হয়েছে—ইচ্ছাকৃত ভাবে কোনও অভিনেতাকে অসম্মান করার প্রশ্নই ওঠে না। বরং তাঁরা মনে করেন, সাগরিকা যদি আগে ফোনে কথা বলতেন, তাহলে এই বিতর্কের সৃষ্টি হত না। প্রযোজনা সংস্থা ও অভিনেত্রীর বক্তব্য একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা হওয়ায় জল্পনা আরও ঘনীভূত হয়েছে।

আরও পড়ুনঃ ভুগছিলেন বাইপোলার ডিজিজে! দীর্ঘ দুই বছরের বিরতির পর ডব্লুর বউ হিসেবে দুরন্ত কামব্যাক অভিনেত্রী নন্দিনী সাহার!

এই মুহূর্তে দুই পক্ষের বক্তব্যই পাল্টাপাল্টি ইঙ্গিত দিচ্ছে, আর তাতেই রহস্য আরও বাড়ছে। শেষ পর্যন্ত কার দাবি সত্য, সেটাই এখন দেখার। দর্শকরাও অপেক্ষায় রয়েছেন—এই বিতর্কে শেষ কথা কী বলেন সাগরিকা রায় এবং ‘জোয়ার ভাঁটা’ টিম।