‘চিরসখা’ ধারাবাহিকে একের পর এক মোচড় এখন দর্শকদের টিভির সামনে গেঁথে রাখছে। কমলিনী ও স্বতন্ত্রর বিয়ের পর থেকেই যে টিআরপি তুঙ্গে, তা বলাই বাহুল্য। গল্পও ধীরে ধীরে নতুন দিক খুলছে। ঠিক তখনই সামনে এল ডব্লুর বিয়ের ট্র্যাক। কিন্তু বউকে—এই প্রশ্নে বেশ কৌতূহল ছিল দর্শকদের মনে। কুর্চি ফিরে গিয়েছে নিজের সংসারে, আর তার ছেলে ডব্লুর বিয়ে নিয়ে উত্তেজনা তুঙ্গে।
এই সময়েই কয়েকদিন ধরে সিরিয়াল থেকে গায়েব ছিলেন লাভলি মৈত্র, যাকে দেখা যাচ্ছিল কমলিনীর ছোট ছেলের প্রেমিকা মিটিলের ভূমিকায়। ফলে অনেকেই ভাবতে শুরু করেছিলেন—মিটিলই কি তবে ডব্লুর বউ হতে চলেছে? দর্শকদের আশঙ্কা ছিল, বাবিল-ডব্লু-মিটিলকে ঘিরে কোনো নতুন প্রেম-ত্রিকোণ তৈরি হবে না তো? কিন্তু অবশেষে সেই জল্পনাতে পূর্ণচ্ছেদ টেনে দেওয়া হল।
ডব্লুর বউ হিসেবে ফিরছেন অভিনেত্রী নন্দিনী সাহা। প্রায় দুই বছর অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। শেষবার ‘জগদ্ধাত্রী’ সিরিয়ালে দেখা গিয়েছিল তাঁকে। শ্যুটিং চলাকালীনই অসুস্থ হয়ে পড়েন তিনি, এবং ধরা পড়ে বাইপোলার ডিসঅর্ডার। সোশ্যাল মিডিয়ায় নিজেই এই কঠিন সময়ের কথা তুলে ধরেছিলেন নন্দিনী। প্রায় দেড় বছর ধরে নিয়মিত চিকিৎসা চলেছে। ওষুধের প্রভাবে বন্ধ হয়েছিল পিরিয়ডস, বেড়ে গিয়েছিল ওজন, নিজের থেকে দূরে রেখেছিলেন সোশ্যাল মিডিয়াকেও। তবু হাল ছাড়েননি তিনি। থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন নিয়মিত।
সব বাধা কাটিয়ে অবশেষে শক্তিশালী কামব্যাক করলেন নন্দিনী সাহা। এবার তাঁকে দেখা যাবে ডাব্লুর স্ত্রী হিসেবে। অভিনয়ের পাশাপাশি তিনি একজন ডায়েটিশিয়ানও, তাই নিজের শারীরিক ও মানসিক সুস্থতা ফের গড়ে তুলেছেন নিজের মতো করে।
আরও পড়ুনঃ ইন্ডাস্ট্রির অন্ধকার অধ্যায় প্রকাশ্যে আনলেন পায়েল সরকার! অভিনেত্রীকে হেন’স্থার অভিযোগ জনপ্রিয় প্রযোজকের বিরুদ্ধে! ‘সমাজে এখনও মেয়েদের ‘না’ বলাকে গুরুত্ব দিয়ে দেখা হয় না’ অকপট অভিনেত্রী
এদিকে ‘চিরসখা’-য় এখন গল্প নতুন দিকে এগোচ্ছে। বুবলাই ফিরে এসেছে অধরা মাধুরীর ঘরে, সঙ্গে ফিরেছে তার বউ বর্ষাও। আর বর্ষার মনে জমে থাকা প্রতিহিংসা নিয়ে ফিরেছে আরও বড় খেলায়। নতুন কাকুকে ফাঁসানোর প্ল্যান নিয়েই সে শ্বশুরবাড়িতে এসেছে। সব মিলিয়ে আসছে আরও নাটকীয় মোচড়—দর্শকদের জন্য অপেক্ষা করছে বহু চমক।






‘লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় সংসার চলে, আবার দাদাদের বাইকও চলে…স্ত্রীরা স্বাবলম্বী হচ্ছে আর স্বামীরাও তেল ভরার টাকা পাচ্ছে!’ সায়নীর মন্তব্য ঘিরে বিতর্ক, ভিডিও ভাইরাল হতেই তীব্র প্রতিক্রিয়া নেটপাড়ায়!