দুধ উথলে পড়লে অপচয় হবে, ভরা দুধেই যেন সংসারে সুখ ভরে আসে! ‘আমার সংসার যেন থাকে দুধে-ভাতে’! দুধ উথলানোর প্রচলিত রীতিকে পাল্টে সমাজকে নতুন বার্তা দিল নববধূ সন্ধ্যা

ধারাবাহিকটির প্রোমো আসার পর থেকেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল স্টার জলসার এই ধারাবাহিক। আর হবে নাই বা কেন? সিরিয়ালের মেন কেন্দ্র যে অন্বেষা হাজরা, যাঁর ভক্তের সংখ্যা কম নয়। স্বভাবতই ধরে নেওয়া যায়, ‘সন্ধ্যাতারা’ ধারাবাহিকটি প্রথম থেকেই জনপ্রিয় হবে। ১২ই জুন শুরু হয়েছে স্টার জলসায় ‘সন্ধ্যাতারা’ ধারাবাহিক। ধারাবাহিকের শুরুতেই যে প্রোমো দিয়ে শুরু হয়, এবার সেই মোড় নিতে চলেছে ‘সন্ধ্যাতারা’।

অবশেষে এক বোন আরেক বোনের জন্য নিজের স্বার্থ ত্যাগ করল। দুই বোনের মধ্যে কোন বোন করবে নিজের ভালোবাসাকে ত্যাগ? তা নিয়ে দর্শকদের মনে চলছিল নানান প্রশ্ন। মিসিং স্ক্রু প্রোডাকশনের তরফ থেকে এই ধারাবাহিক সম্প্রচার হচ্ছে। নায়কের চরিত্রে রয়েছেন সৌরজিৎ ব্যানার্জি। এই গল্পটি দুই বোনের, তবে অন্যান্য ধারাবাহিকের মতন এই সম্পর্কে নেই কোনও তিক্ততা। বরং দুই বোনের মনের অসম্ভব ভালোবাসা প্রশংসা কুড়িয়েছে দর্শকদের। বড় বোন সন্ধ্যার ভূমিকায় অন্বেষা ও ছোট বোন তারার ভূমিকায় রয়েছেন অমৃতা দেবনাথ।

সন্ধ্যার তেজ, প্রতিবাদী চেহারা, যাকে দেখে ভয় পায় পুরুষ থেকে নারী সকলেই। তবে এই তেজস্বিনী সন্ধ্যার মনে জায়গা করে নিয়েছে আকাশনীল নামের একজন ছেলে। কিন্তু তার এই মনের মানুষ কি আদোও তার হবে? আসলে সেই ছেলে সন্ধ্যার বোন তারাকে ভালোবাসে।

কিন্তু দেখা যায়, যেদিন তারা জানতে পেরেছে আকাশের সঙ্গে সন্ধ্যার বিয়ের ঠিক হয়েছে সেদিনই তারা আকাশের থেকে দূরে চলে যায়। দিদির বিয়ের দিন সকালেই তারা মণ্ডপ ছেড়ে কলকাতায় চলে যায় তারা।

সন্ধ্যা ও আকাশের গাঁটছড়া

তারার অবর্তমানে আকাশের সঙ্গে সন্ধ্যার বিয়ে হয়ে গেলেও আকাশ বিয়েতে খুশি নয়। তবে সন্ধ্যা মাঠানকে কথা দিয়েছে আকাশের মনে জায়গা করে নেবে সে। এরমধ্যে বিয়েতে এসেছে নানান বাধা। যদিও সন্ধ্যা সমস্ত বাধা ভালোভাবে পেরিয়েছে। এমনকি এটাও দেখা যায়, নতুন বৌ ঢুকতে না ঢুকতেই পা পিছলে পড়ে যায় শ্বশুরবাড়ির প্রবেশ পথে। আর এরজন্য দায়ী মাঠানের মেজ বউ ও বাকি ছেলেরা। প্রথম থেকে সন্ধ্যা তাড়ানোর জন্য উঠেপড়ে লেগেছে তারা। এবার দুধ ওল্টানো রীতিতেও জল ঢালতে সিলিন্ডার খালি করে তারা।

শ্বশুরবাড়িতে সন্ধ্যার প্রবেশ

দুধ যেই গ্যাসে বসানো হয়, কিছুক্ষনের মধ্যে গ্যাস শেষ হয়ে যায়। আর তাই দেখে সকলে অকল্যাণ বললে, সন্ধ্যা খুব সুন্দর করে পরিস্থিতি সামলে। সন্ধ্যা বলে, দুধ অল্টানে দুধ নষ্ট হয়, তার থেকে দুধ ওল্টানো না দেখে ভরা দুধেই নিয়ম পালন হোক। ভরা দুধ দেখে সন্ধ্যা বলে ওঠে, আমার সংসারও যেন এভাবেই সুখে ভোরে ওঠে, ভরা দুধের মতো। কোনোদিনও যেন খাবার অপচয় না হয়। সকলের যাতে খাবার জোটে। সন্ধ্যার মুখে এমন সংলাপ শুনে খুশি হন দর্শকরা। এরূপ অসাধারণ পর্ব আরও দেখতে চান সকলে।