ফুলশয্যা ছেড়ে পালাচ্ছে স্বামী! আকাশকে সংসারে বেঁধে রাখার চ্যালেঞ্জ নিয়ে শুরু হবে সন্ধ্যা vs তারা! জবরদস্ত প্রোমো ফাঁস

ধারাবাহিকটির (Serial) প্রোমো আসার পর থেকেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল স্টার জলসার (StarJalsha) এই ধারাবাহিক। আর হবে নাই বা কেন? সিরিয়ালের মেন কেন্দ্র যে অন্বেষা হাজরা, যাঁর ভক্তের সংখ্যা কম নয়। স্বভাবতই ধরে নেওয়া যায়, ‘সন্ধ্যাতারা’ (Sandhyatara) ধারাবাহিকটি প্রথম থেকেই জনপ্রিয় হবে। ১২ই জুন শুরু হয়েছে স্টার জলসায় ‘সন্ধ্যাতারা’ ধারাবাহিক। ধারাবাহিকের শুরুতেই যে প্রোমো দিয়ে শুরু হয়, এবার সেই মোড় নিতে চলেছে ‘সন্ধ্যাতারা’। অবশেষে এক বোন আরেক বোনের জন্য নিজের স্বার্থ ত্যাগ করল।

দুই বোনের মধ্যে কোন বোন করবে নিজের ভালোবাসাকে ত্যাগ? তা নিয়ে দর্শকদের মনে চলছিল নানান প্রশ্ন। মিসিং স্ক্রু প্রোডাকশনের তরফ থেকে এই ধারাবাহিক সম্প্রচার হচ্ছে। নায়কের চরিত্রে রয়েছেন সৌরজিৎ ব্যানার্জি। এই গল্পটি দুই বোনের, তবে অন্যান্য ধারাবাহিকের মতন এই সম্পর্কে নেই কোনও তিক্ততা। বরং দুই বোনের মনের অসম্ভব ভালোবাসা প্রশংসা কুড়িয়েছে দর্শকদের। বড় বোন সন্ধ্যার ভূমিকায় অন্বেষা ও ছোট বোন তারার ভূমিকায় রয়েছেন অমৃতা দেবনাথ।

সন্ধ্যা ও আকাশের গাঁটছড়া

সন্ধ্যার তেজ, প্রতিবাদী চেহারা, যাকে দেখে ভয় পায় পুরুষ থেকে নারী সকলেই। তবে এই তেজস্বিনী সন্ধ্যার মনে জায়গা করে নিয়েছে আকাশনীল নামের একজন ছেলে। কিন্তু তার এই মনের মানুষ কি আদোও তার হবে? আসলে সেই ছেলে সন্ধ্যার বোন তারাকে ভালোবাসে। তবে যেদিন তারা জানতে পেরেছে আকাশের সঙ্গে সন্ধ্যার বিয়ের ঠিক হয়েছে সেদিনই তারা আকাশের থেকে দূরে চলে যায়। এমনকি দিদির বিয়ের দিন সকালেই তারা মণ্ডপ ছেড়ে কলকাতায় চলেযেতে যায়। কিন্তু সন্ধ্যা তা হতে দেয়নি।

দর্শক কি বলছেন?

আমরা প্রোমোতে দেখি, বিয়ের সময় সন্ধ্যা তারাকে আকাশের সামনে নিয়ে এলে আকাশ সেই বিয়ে ভেঙে দিতে চায়। তারপর আমরা ভেবেছিলাম, হয়তো তারার সঙ্গেই আকাশের বিয়ে হবে।
দর্শকদের মধ্যে অনেকেই চেয়েছিল সন্ধ্যার যাতে তার মতোই কোনও জীবনসঙ্গী হয়, তারার যেন তার ভালোবাসার সাথেই মিল হয়। তবেই বোনেদের এই অটুট বন্ধন দৃঢ় থাকবে। কিন্তু সম্প্রতি আসা প্রোমো দর্শকদের ইচ্ছায় জল ঢেলে দিল। কিছু দর্শক হতাশ হলেও সন্ধ্যার সঙ্গে আকাশের বিয়েতে বেশ খুশি সন্ধ্যা ভক্তরা।

সন্ধ্যার নেওয়া চ্যালেঞ্জ

সম্প্রতি আসা দ্বিতীয় প্রোমোতে দেখা যাচ্ছে, সন্ধ্যা ফুলশয্যার রাতে আকাশকে দুধ দিতে গেলে আকাশ তার হাতের গ্লাস ছুঁড়ে ফেলে দেয়। একশ সন্ধ্যাকে স্পষ্ট জানায়, সে অন্যকাউকে ভালোবাসে। যদি সেই মেয়ে তার সামনে আসে তাহলে তাকে একশ ফিরিয়ে নেবে। কিন্তু তা শুনে সন্ধ্যা চুপ নেই। সে আকাশকে স্পষ্ট জানায়, সে আকাশের মনে সন্ধ্যার প্রতি ভালোবাসা আনবেই। এবার এটাই প্রশ্ন, আকাশ কি কখনও তারার জায়গা দিতে পারবে সন্ধ্যাকে? আরও একটি প্রশ্ন দর্শকদের মনে ঘোরাফেরা করছে, কবে সন্ধ্যা আকাশের ভালোবাসার মানুষের কথা জানতে পারবে? নিজের সবচেয়ে প্রিয় বোনের কথা জানতে পারলে সন্ধ্যা কি পদক্ষেপ নেবে?

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

You cannot copy content of this page