সন্ধ্যাকে চা খাওয়াচ্ছে আকাশ, নকল তারা রাগে জ্বলছে! সন্ধ্যাকে ছেড়ে করতে হবে তার সেবা! এও কি পড়ল আকাশের প্রেমে?

স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক সন্ধ্যাতারা (Sandhyatara)। সিরিয়ালের বর্তমান পর্বগুলোতে চলছে টানটান উত্তেজনা। নীল জানতে পেরেছে তাঁর প্রেমিকা তারার বোন সন্ধ্যা। তাই নিজের ভালোবাসাকে মন থেকে স্বীকৃতি দিতে চাইলেও,পরিস্থিতির চাপে অপারগ তারা। সেদিন থেকেই প্রতি সমস্ত মায়া-মমতাও যেন মলিন হয়ে গেছে নীলের মনে। সন্ধ্যাকে কষ্ট দিলে নীলেরও কষ্ট হত। কিন্তু এবার, সেই সন্ধ্যাকেই কষ্ট দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে নীল। প্রেমিকা সাজিয়ে নয়নতারাকেও বাড়িতে এনেছে সে।

এসব জেনেও মেজদিকে বলতে পারছে না তারা। কারণ সত্যি জানলেই সন্ধ্যার মনে প্রশ্ন আসবে এই নয়নতারা তাহলে কে? তখনই সত্যি সবার সামনে এসে পড়বে। ধরা পড়ে যাবে তারা ও নীল। তাই সত্যিটা বলতে চাইলেও, তারার এখন উভয় সংকট। প্রাণপণে চাইলেও তার মেজদিকে বাঁচাতে পারছে না সে।

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে, সন্ধ্যা ও তারাকে জব্দ করতে অন্য একজনকে তারা সাজিয়ে বাড়িতে নিয়ে আসে আকাশ। হঠাৎই কাদায় পরে যায় সে। ঘরে এসে দেখে আকাশ ও সন্ধ্যা আকাশের মায়ের ঘরে বসে দিব্যি চা খাচ্ছে। এই দেখে এই নয়নতারা আকাশকে তাঁর সঙ্গে যেতে বলে।

তাঁর সেবার করার জন্য। আকাশ জানায় তাঁর মায়ের এখন শরীর খারাপ। তাই সে কোথাও যাবে না। জোড়াজুড়ি করলে আকাশের মা জানান, তাঁদের বাড়ির কিছু নিয়ম কানুন আছে। সামনে লক্ষ্মী পুজো। তিনি আকাশ ও সন্ধ্যার সঙ্গে আলাদা করে কথা বলতে চান। একথা শুনে তারা তাঁকে টেনে বাইরে নিয়ে যায়।

প্রসঙ্গত, ইদানিং সন্ধ্যাতারার সন্ধ্যা নেটদুনিয়ায় ট্রোলের মুখে পড়েছে। যে মেয়েটি পরিবারের একমাত্র অবলম্বন ছিল, নিজের হাতে ফসল ফলাতো, ছোট বোনের সুখের জন্য সে এমন দিন দিন এমন ছেলেমানুষে পরিণত হচ্ছে কেন? এই নিয়ে দর্শকদের ক্ষোভের অন্ত নেই। দর্শকরা আরো বলছেন,ধারাবাহিকের নায়িকার কোনো আত্মসম্মানই নেই। সারাদিন জোকারগিরি চলছে। অন্বেষার উচিত বেছে বেছে চরিত্র করা।

You cannot copy content of this page