টান টান উত্তেজনা থাকবে আগামী পর্বে! সন্ধ্যা কি পারবে লক্ষ্মী বানান বলতে? অন্যরকম প্রোমো

জি বাংলায় (Zee Bangla) ফুলকি-র সঙ্গে টিআরপি-তে জোরদার টক্কর চলছে সন্ধ্যাতারার। এই দুটি ধারাবাহিক একই দিনে শুরু হলেও, বরাবরই এগিয়ে থাকে ফুলকি। তবে এবার কোমর বেঁধে নেমেছে সন্ধ্যাতারা। গত সপ্তাহে টিআরপি মহারণে বেশ ভালোই ফল করেছিল এই মেগা ধারাবাহিক। সেরা দশে জায়গা বানিয়ে নেয় ৬.১ নম্বর পেয়ে। এই মুহুরতে সন্ধে সাড়ে সাতটার স্লট ফিরিয়ে আনতে মরিয়া সন্ধ্যাতারা (Sandhyatara)

দুই বোনের গল্প নিয়ে এই সিরিয়াল। সন্ধ্যা ও তারা। দুই বোন খুব ভালবাসে একে অপরকে। দুই বোনই একে অপরের জন্য প্রাণ দিতে পারে তাঁরা। কিন্তু দুই বোনেরই ভাল লাগে একজনকে। তারা যাকে ভালোবাসত, সেই আকাশনীলের সঙ্গেই বিয়ে ঠিক হয় সন্ধ্যার। সন্ধ্যাও বোনের মনের খবর জানা না থাকায়, নীলের ছবি দেখেই বিয়েতে রাজি হয়ে যায়। তবে ঘটনাক্রমে তারা জেনে যায় তার প্রেমিকের সঙ্গে সম্বন্ধ ঠিক হয়েছে তাঁর দিদির। প্রেমে ইতি টানে, দিদির কথা ভেবে। যদিও এসবের কিছুই সে জানায় না আকাশনীলকে।

এদিকে বিয়ের পর সন্ধ্যাকে কষ্ট দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে নীল। প্রেমিকা সাজিয়ে নয়নতারাকেও বাড়িতে এনেছে সে। এসব জেনেও মেজদিকে সত্যিটা বলতে পারছে না তারা। কারণ সত্যি জানলেই সন্ধ্যার মনে প্রশ্ন আসবে তাহলে এই নয়নতারা আসলে কে? তখনই সত্যি সবার সামনে এসে পড়বে। তাই সত্যিটা বলতে চাইলেও, তারার এখন উভয় সংকট। প্রাণপণে চাইলেও তার মেজদিকে বাঁচাতে পারছে না সে।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো। দেখা যাচ্ছে, বাড়ির সকলে ঘিরে ধরেছে সন্ধ্যাকে। জানাতে চাইছে লক্ষ্মী বানান। সন্ধ্যা কুতিয়ে কুতিয়ে বানান বলছে। শেষ পর্যন্ত কি সন্ধ্যা বলতে পারবে লক্ষ্মী বানান? জানতে হলে দেখতে হবে ‘সন্ধ্যাতারা’-র পরবর্তী পর্ব।

আরও পড়ুন: ফিরছে ‘পঞ্চমীl’ সুস্মিতা দে! আসছে ‘তুমি থাকো সিন্ধুপাড়ে’

প্রসঙ্গত, সাম্প্রতিক কালে সন্ধ্যাতারার সন্ধ্যা নেটদুনিয়ায় ট্রোলের মুখে পড়েছে। যে মেয়েটি এককালে পরিবারের একমাত্র অবলম্বন ছিল, নিজের হাতে ফসল ফলাতো, ছোট বোনের সুখের জন্য যে সব কিছু করতে প্রস্তুত ছিল, সে এমন দিন দিন এমন ছেলেমানুষে পরিণত হচ্ছে কেন? এই নিয়ে নেটদুনিয়ায় ক্ষোভ প্রকাশ করেছে দর্শকমহল। তাঁরা আরো বলছেন,ধারাবাহিকের নায়িকার কোনো আত্মসম্মানই নেই। সারাদিন চলছে জোকারগিরি। অন্বেষা ভাল অভিনেত্রী। তাঁর উচিত বেছে বেছে চরিত্র করা।

You cannot copy content of this page