“সুবুরে মেওয়া ফলে”, আবার প্রমাণ করলেন সায়ক চক্রবর্তী! চিরসখার পর ফের পেলেন নতুন কাজের সুযোগ

বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা ‘সায়ক চক্রবর্তী’ (Sayak Chakraborty) তাঁর অভিনয় দক্ষতা ও বিভিন্ন চরিত্রে সাবলীল উপস্থাপনার জন্য সুপরিচিত। ‘রাণী রাসমণি’, ‘কাদম্বিনী’, ‘বাক্স বদল’ সহ জি বাংলার একাধিক মেগা ধারাবাহিকে তাঁর অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। প্রায় এক বছরের বিরতির পর, জানুয়ারিতে “লীনা গঙ্গোপাধ্যায়ের” মেগা ‘চিরসখা’ (Chiroshokha) ধারাবাহিকে ‘ফিডেল’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি টেলিভিশনে প্রত্যাবর্তন করেন, যা দর্শকদের মধ্যে প্রশংসিত হয়েছে।

সাম্প্রতিক নিজের সমাজ মাধ্যমে সায়ক জানান একটা দীর্ঘ সময় তিনি কোন কাজ পাননি। তার ফলে অবসাদেও ভুগেছিলেন বহুদিন। বন্ধুদের হাত ধরে সেই অবসাদ থেকে বেরিয়ে এসে ব্লগিংয়ে মনোননিবেশ করেছিলেন। ফেসবুক খুললেই প্রাইশই ওনার ব্লগ চোখে পড়ে। গত কয়েক মাস ধরে কয়েকটি মিউজিক ভিডিও ও ছোটখাটো প্রজেক্টে কাজ করলেও বড় কোন ধারাবাহিক দেখা মেলেনি তাঁর। দর্শকরা প্রায়শই সায়ক কে জানতে চাইতেন কবে তিনি আবার পর্দায় ফিরছেন। তবে সুবুরে যে মেওয়া ফলে, সায়ক আবার তার প্রমাণ দিলেন।

সাম্প্রতিক খবর অনুযায়ী, সায়ক চক্রবর্তী জি বাংলার নতুন মেগা ধারাবাহিক ‘তুই আমার হিরো’তে অভিনয় করতে চলেছেন। এই ধারাবাহিকটি সৌভিক চক্রবর্তী ও শ্রীজিৎ রায়ের নতুন প্রযোজনা সংস্থার প্রথম প্রোজেক্ট, যা ১০ মার্চ থেকে সম্প্রচারিত হবে। ধারাবাহিকের মুখ্য চরিত্রে রয়েছেন মোহনা মাইতি ও রুবেল দাস। সায়ক তাঁর চরিত্র সম্পর্কে বিস্তারিত না জানালেও, এটি দর্শকদের জন্য একটি চমক হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন। সায়কের মতে, এই প্রোজেক্টে কাজ করা তাঁর জন্য ‘ঘর ওয়াপসি’র সমতুল্য।

কারণ তিনি দীর্ঘদিন পর জি বাংলায় ফিরছেন। তিনি জানান, লীনা গঙ্গোপাধ্যায়ের ‘চিরসখা’তে কাজ করার পর থেকেই তাঁর কাছে ভালো প্রোজেক্টের প্রস্তাব আসতে শুরু করে, এবং ‘তুই আমার হিরো’কে তিনি সেরাগুলির মধ্যে একটি মনে করেছেন। নতুন প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত ও উত্তেজিত।’তুই আমার হিরো’ ধারাবাহিকের প্রোমো ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। যা দর্শকদের মধ্যে কৌতূহল ও উত্তেজনা সৃষ্টি করেছে।

আরও পড়ুনঃ সুখবর! বিয়ের দু’বছরের মাথায় “মিশকা” অহনার জীবনে আসছে নতুন অতিথি!

সায়ক তাঁর সামাজিক মাধ্যমের পাতায় প্রোমো শেয়ার করে ‘পরবর্তী’ ক্যাপশন দিয়েছেন, যা তাঁর নতুন যাত্রার ইঙ্গিত বহন করে। ধারাবাহিকটি রোজ সন্ধ্যা ৬ টায় জি বাংলায় সম্প্রচারিত হবে। সায়ক চক্রবর্তীর এই নতুন ভূমিকায় অভিনয় দর্শকদের মধ্যে নতুন আকর্ষণ সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে। তাঁর অভিনীত চরিত্রটি ধারাবাহিকের গল্পে কীভাবে প্রভাব ফেলবে, তা দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

You cannot copy content of this page