“চরিত্র সম্পূর্ণ হয়েছে, রামকান্তকে আর দেখা যাবে না ‘রাজরাজেশ্বরী রানী ভবানী’তে…বাধ্যবাধকতা ছিল, এতদিন ঘোষণা করতে পারিনি” দীর্ঘদিনের জল্পনার ইতি, দর্শকের আশা ভেঙে ঘোষণায় সায়ন বোস! তবে কি ইতিহাস বিকৃতি, নাকি চরিত্র ছাঁটাইয়ের নেপথ্যে অন্য কারণ?

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘রাজরাজেশ্বরী রানী ভবানী’ (RajRajeswari Rani Bhabhi) দর্শকদের নিয়ে গিয়েছে এক ঐতিহাসিক সময়ে, যেখানে স্বাধীন ভারতের প্রেক্ষাপটে উঠে এসেছে বাংলার এক নারী শাসকের বীরত্বগাথা। গল্পের মূলে রয়েছেন রাণী ভবানী– যিনি শুধুমাত্র একজন রাজন্যবর্গের নারীই নন, ছিলেন এক যোদ্ধা, সংস্কারক ও ধর্মনিষ্ঠা সম্পন্ন নারী। তাঁর হাত ধরেই গড়ে উঠেছিল তারাপীঠ ও বারাণসীর দুর্গা মন্দির। এই ধারাবাহিকটি সম্প্রচারের শুরু থেকেই দর্শকের আগ্রহ টেনেছে, এমনকি একসময় টিআরপি তালিকার শীর্ষস্থানও দখল করেছিল।

সম্প্রতি ৮টা ৩০ এর প্রাইম টাইম থেকে সরিয়ে বিকেল ৫টা ৩০ মিনিটের স্লটে নিয়ে যাওয়ায় একাংশ দর্শকের ক্ষোভ উগরে দিয়েছেন সমাজ মাধ্যমে। তবে, ধারাবাহিকের সাম্প্রতিক পর্ব দেখার পর এখন ক্ষোভের চেয়ে বেশি বিস্ময়ই ছড়িয়েছে দর্শকমহলে। গল্পে দেখানো হচ্ছে বছর পনেরো কুড়ির লিপ। যেখানে রানীর স্বামী অর্থাৎ রাজা রামকান্ত মা’রা গেছেন এবং পরবর্তীতে রানীর একটি কন্যা সন্তান হয়েছে, যার নাম তারা সুন্দরী। তবে, বর্তমান পর্বে দেখানো হলো তারা এখন কিশোরী তৎকালীন যুগ অনুযায়ী বিবাহযোগ্যা, কিন্তু ইতিহাস বলছে তারা সুন্দরীর বিয়ে বাল্যকালেই হয়েছিল।

কম বয়সে বিধবা হয় আর পলাশীর যুদ্ধের সময় সে মারাও যায়। এছাড়া তারা সুন্দরীর জন্মের পরে রাজা রামকান্ত ফিরে এসেছিলেন। রানীর দুই পুত্র সন্তানও হয়, যারা যদিও বেশিদিন বাঁচেনি এবং পরবর্তীতে রাজা মা’রা যায়। গল্পে সেই সব অংশ যেন একেবারেই ছেঁটে ফেলা হয়েছে। কিছুদিন আগে যখন যুদ্ধে রাজার মৃ’ত্যু দেখানো হয়েছিল অনেক দর্শকই আশায় বুক বেঁধেছিলেন যে, ইতিহাস অনুযায়ী রামকান্ত ম’রেনি বরং ফিরে আসবে খুব তাড়াতাড়ি। তবে এবার সম্প্রতিক পর্ব দেখে সেই আশায় যেন জল ঢেলে গেল। অন্যদিকে, শুরু থেকেই রামকান্ত ভূমিকায় অভিনয় করছিলেন অভিনেতা সায়ন বোস।

তাঁকেও অনেকে প্রশ্ন করেছিলেন যে তিনি কি আর ধারাবাহিকে ফিরছেন না? হঠাৎ করেই কি ইতিহাস বদল, নাকি নেপথ্যে রয়েছে অন্য কারণ? হঠাৎ করে কেন বিদায় নিল তার চরিত্র? তিনি কিছুদিন আগেই জানিয়েছিলেন যে, অভিনয় থেকে সাময়িক বিরতি নিতে চলেছেন কারণ রেজিস্ট্রি হয়ে থাকলেও সামাজিকভাবে বিয়ে করতে চলেছেন তিনি। আর এদিন সমাজ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে নিজের পক্ষ থেকে ধারাবাহিক সংক্রান্ত সমস্ত জল্পনার অবসান ঘটালেন তিনি। তিনি বলেন, “একটা বিশেষ ঘোষণার কারণে এই ভিডিওটা করা।

আপনারা বিগত বেশ কিছুদিন ধরে অনেকজন, অনেক রকমভাবে আমায় জানতে চাইছিলেন যে রাজা রামকান্তর চরিত্রটা আবার কবে ধারাবাহিকে ফিরছে। বর্তমানে গল্পের মোড় অনুযায়ী, রাজা রমাকান্তর চরিত্রটা সম্পূর্ণ হয়েছে। ‘রাজরাজেশ্বরী রানী ভবানী’তে আর রাজা রামকান্তকে দেখা যাবে না। আর আমি যথেষ্ট খুশি যে, একটা সম্মানজনক জায়গায় চরিত্রটাকে শেষ করা হয়েছে। এমন একটা ঐতিহাসিক চরিত্র, যে কিনা নিজের সাম্রাজ্য আর রানীর জন্য জীবন উৎসর্গ করেছে, যথাযথ সম্মান দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ “বাচ্চাদের শাসনে রাখা জরুরি, বন্ধু তো ওরা নিজেরাও তৈরি করে নেবে! সব সময় বাবা মাকে বন্ধু হতে হবে না!” সন্তানদের শাসন নিয়ে অকপট অভিনেত্রী কোয়েল মল্লিক! শুভশ্রী গাঙ্গুলী যেখানে শিশুদের গায়ে হাত তোলার বিরুদ্ধে, সেখানে টলিকুইনের বাচ্চা মানুষ করার দৃষ্টিভঙ্গিতে প্রশংসায় মুখরিত দর্শকমহল!

আমি অত্যন্ত কৃতজ্ঞ এই চরিত্রটা করতে পেরে। আপনারা যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন এই অল্পদিনে এবং প্রথম থেকেই আমার সঙ্গে রাজনন্দিনীর জুটিটাকে আপন করে নিয়েছেন, আমি ধন্য! আশা করছি আগামীতেও আপনারা রাজনন্দিনীকে ততটাই ভালোবাসবেন। আর আমার সঙ্গে আপনাদের খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য কোনও চরিত্রে, অন্য কোনও জায়গায়। অনেকেই আমাকে নিয়ে একটু ক্ষুব্ধ ছিলেন, তাদের মনে হয়েছিল আমি অহংকারেই প্রশ্নের উত্তর দিচ্ছি না। কিন্তু আপনাদেরও একটু বুঝতে হবে যে, আমারও নিশ্চয়ই কোনও বাধ্যবাধকতা ছিল! পরিস্থিতি এমনই ছিল, যেই কারণে এইভাবে ঘোষণা করতে পারিনি সবকিছু।”