‘নায়িকাদের স্বার্থে নায়কদের কেন বলির পাঠা হতে হয়’? তারা এবং রাইয়ের বুদ্ধিতে সবথেকে কষ্টে তাদের প্রেমিকরা! রেগে কাই দর্শক

এখন নতুন নতুন সিরিয়াল আসছে আর নতুন নতুন গল্প দর্শকদের সামনে তুলে ধরা হচ্ছে। আগে যেমন একটাই সিরিয়াল বছর বছর ধরে চলতো এখন তেমনটা হচ্ছে না কারণ এখন ট্রেন্ড পাল্টে গেছে। কয়েক মাস ধরে একটা সিরিয়াল চলছে এবং তার টিআরপি দেখে তার পরিণতি বিচার করা হচ্ছে যে সেটি আরো টানা হবে নাকি শেষ করে দেওয়া হবে কিংবা তার স্লট চেঞ্জ করে দেওয়া হতে পারে। এমনটাই বরাবর দেখা যাচ্ছে এখন কয়েক মাস ধরে।

স্টার জলসা, জি বাংলা এবং অন্যান্য সমস্ত বাংলা চ্যানেল গুলোই একের পর এক নতুন নতুন সিরিয়াল আছে দর্শকদের বিনোদন দেওয়ার জন্য। আগে যেমন বেশিরভাগ ক্ষেত্রেই গল্পের মূল স্থান ছিল সাংসারিক বিষয় এখন সেখান থেকে সরে গিয়ে সিরিয়াল নির্মাতারা বিভিন্ন ধরনের সামাজিক বিষয় যেগুলো নারী কেন্দ্রিক এমনকি নারীর ক্ষমতায়ন এ ধরনের বেশ কিছু বার্তা দেওয়ার চেষ্টা করছে। স্টার জলসা এবং জি বাংলা এমন অনেক ধরনের সিরিয়াল এনেছে এখন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই লম্বা ব্যাটিং করছে সাংসারিক কচকচানি নিয়ে তৈরি হওয়া গল্পগুলো।

টিআরপিতেও বেশি জায়গা পাচ্ছে যে সিরিয়ালে শাশুড়ি বৌমার ঝগড়া অথবা কন্ট্রোভাসি বা বিতর্কিত বিষয়ে বেশি রয়েছে সেই সিরিয়ালগুলো। তার মধ্যে যাদের নাম না দিলেই নয় সেটি হল কার কাছে কই মনের কথা, সন্ধ্যাতারা, ইচ্ছা পুতুল, নিম ফুলের মধু ইত্যাদি। কিছু না কিছু বিতর্কিত বিষয় নিয়ে সিরিয়ালগুলো আলোচনায় উঠে এসেছে বারবার। আর তেমন দিচ্ছে টিআরপি আর স্লট করছে বাজিমাত।

এদিকে সবেমাত্র নতুন শুরু হয়েছে জি বাংলার তিন বোনের গল্প নিয়ে তৈরি হওয়া সিরিয়াল মিঠিঝোরা। রাই, নিলু আর স্রোত রয়েছে তিন বোন। রাই সবথেকে বড় বোন এবং তার বিয়ে ঠিক হওয়ার পরেও বিয়ের দিনই বাবার মৃত্যু ঘটায় বিয়ে ছেড়ে দিয়ে নিজের বরের সঙ্গে বিয়ে দিল নিজের মেজ বোনের। কেউ কেউ বিষয়টা সমালোচনা করছে আবার কেউ কেউ বলছে বাবার পরে বাড়ির দায়িত্ব তুলে নিতে তাকে এই কাজটা করতে হয়েছে যেটা এখনকার বাস্তব ঘটনা অনেক বাড়িতেই। পাশাপাশি স্টার জলসায় সন্ধ্যাতারা সিরিয়াল এখন একটা অন্য ধরনের বিষয় নিয়ে দেখাচ্ছে। শুরুতেই দেখা গেছিল যে সন্ধ্যা আকাশকে ভালবাসতে কিন্তু আকাশ আর তারা একে অপরকে ভালোবাসতো। তারা নিজের মেজদি অর্থাৎ সন্ধ্যার ভালোবাসার কথা জানতে পেরে নিজের ভালোবাসা ত্যাগ করে দেয় এবং দুজনের বিয়ে দেয়। এখন আবার সেই তারা আকাশের সন্তানের মা হতে চলেছে। দুটো সিরিয়াল দুটো বিভিন্ন চ্যানেলে এবং বিভিন্ন সময় শুরু হলেও দুটো গল্পের মধ্যে একটা মিল খুঁজে পেয়েছে দর্শকরা।

আরও পড়ুনঃ প্রথম আইবুড়ো খাওয়া শেষ হতেই প্রেগনেন্সির খবর! মা হতে চলেছে ‘মা’ সিরিয়ালের ছোট্ট ‘ঝিলিক’! জন্মদিনেই চমকে দেওয়া ছবি

এই নিয়ে কটাক্ষ করলেন এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী। তিনি লেখেন, “গল্প আলাদা হলেও কাহিনী একি। সবসময় নায়কাদের স্বার্থের জন্য নায়কদের কেন ব*লির পা*ঠা হতে হয় বুজিনা ভাই। নায়ক বলে কি ওরা মানুষ নয় ওদের মনের কোন ইচ্ছা নেই নাকি। তারা নিজের বোনের জন্য আকাশকে ত‍্যাগ করলো একবার ও আকাশের কথা ভাবেনি তার জন্য আজ তিনজনের জীবন সহ ওর সরল বোনের জীবনটাও নষ্ট হলো। আর অন‍্যদিকে রাই তুই নিজে বিয়ে করবি না ভালো কথা তো নায়কের গলায় বোনকে কেন ঝুলিয়ে দিলি নায়কের কি নিজের কোনো ইচ্ছা নেই বেশি পাকামি করে নায়কের জীবন নষ্ট কেন করলি হ‍্যা এখানে অবশ্য কারো জীবন নষ্ট হবে না কারণ সব নায়করা নায়কাদের বিয়ের পর ভালোবাসে না আস্তে আস্তে মায়া তারপর প্রেমে পড়ে যায় সো নায়ক ও ছোট্ট বোনের প্রেমে পড়ে যাবেনে কিন্তু সেটা কথা নয় কথা হলো এমনটা না করলেও পারতো নিজে বিয়ে করবি না ভালো কথা সবাই একা থাকতো তা নয়”।

You cannot copy content of this page