বর্তমানে ইউটিউব একটা জনপ্রিয় জায়গা হয়ে উঠেছে অতিরিক্ত পয়সা উপার্জন করার অথবা ইউটিউব করাকেই অনেকে পেশা হিসেবে বেছে নিচ্ছেন। বর্তমানে ডাক্তার ইঞ্জিনিয়ার এর থেকে বেশি বোধহয় ইউটিউবার পাওয়া যায় গোটা দুনিয়ায়। ভারতের ইউটিউবারের সংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে কারণ অল্প বয়সে ছেলেমেয়েরা ভাবছে ইউটিউব করা মানেই বিশাল উপার্জন। তারা তাদের পছন্দের ইউটিউবারদের দামি বিলাসবহুল জীবনযাপন দেখে ঘোরের মধ্যে চলে যাচ্ছে এবং তাদেরকে অনুকরণ করে খুলে ফেলছে ইউটিউব চ্যানেল। কিন্তু youtube এ সফল হওয়া সকলের পক্ষে সম্ভব নয়।
এ তো গেল সাধারণ মানুষের কথা, সেলিব্রিটিরাও পিছিয়ে নেই।হলিউড বলিউড টলিউড সকল জায়গার অধিকাংশ তারকাদের নিজস্ব ইউটিউব চ্যানেল আছে এবং তাদের ফলোয়ারের কোন অভাব নেই। ব্র্যান্ড তাদেরকে দিয়ে প্রমোশন করায় ফলে এক সপ্তাহের মধ্যে এক লাখ ফলোয়ার জোগাড় করা তাদের কাছে কোন ব্যাপার না।সেই সঙ্গে এক একটি ব্র্যান্ড প্রমোশনে লক্ষাধিক টাকা তারা উপার্জন করেন।যেহেতু youtube ভিডিওতে সেলিব্রিটিদের একদম আনফিল্টারড অবস্থায় দেখা যায় তাই একেকটি ভিডিওতে দশ লাখ কুড়ি লাখ করে ভিউজ হয়ে যায়। বলিউডে যেমন আলিয়া ভাট,কৃতি শ্যানন এদের youtube চ্যানেল গুলো বেশ জনপ্রিয়। এছাড়াও বলিউডের ছোট পর্দার দেবীনা ব্যানার্জি এবং সম্ভাবনা শেঠের ইউটিউব চ্যানেল সব থেকে বেশি জনপ্রিয়। টলিউডের রুকমা রায় এবং তন্বী লাহা রায়ের চ্যানেল রমরমিয়ে চলে। মিঠাই খুলেছিল চ্যানেল কিন্তু সময়ের অভাবে ভিডিও দিতে পারে না। কিন্তু মিঠাই ভিডিও দিলে যে ভালো চলে তার প্রমাণ তার পুরনো ভিডিও গুলোর ভিউজ সংখ্যা।
আর এবার youtube চ্যানেল খুলে ফেলল গুড্ডি। একমাস আগেই চ্যানেল খুলেছিল এবং সেখানে শর্টস ভিডিও দিয়েছিল। কিন্তু এবার একটা বড়সড় ঠিকঠাক youtube ভিডিও আপলোড করলেন শ্যামৌপ্তি মুদলী। সারাদিন তিনি কীভাবে কাটান এটাই ছিল তার প্রথম ভ্লগ। সেখানেই আমরা দেখতে পেলাম অফ ডে তে তিনি সকালবেলা ঘুম থেকে উঠে ব্যালকনি’তে বসেন, কফি বিস্কিট খান। পুজোতে অনেক বাইরের খাওয়া দাওয়া করেছেন বলে দুপুরে ব্রাউন রাইস অল্প সবজি ডাল খান। তার একটি বান্ধবী এসেছিল তার সঙ্গে অনেকক্ষণ সময় কাটিয়েছেন এবং রাতে তিনি সব সবজি দিয়ে স্যুপ খাচ্ছেন।তার এই ভিডিও ইতিমধ্যেই প্রায় ৩০ হাজার ভিউজ পেয়ে গেছে এবং খুব ভালো ভালো কমেন্ট পেয়েছেন। সাবস্ক্রাইবার সবে দু হাজার হয়েছে, তাই আপনি গুড্ডির ভক্ত হয়ে থাকলে চটজলদি করে দিন তার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব।