সন্ধ্যা নয় ও মোনালিসা, ‘সন্ধ্যাতারা’য় এবার বউ নিয়ে টানাটানি

স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক ‘সন্ধ্যাতারায়’ (Sandhyatara) আসছে নতুন অধ্যায়। আকাশকে ভুলে এবার নতুন করে জীবন শুরু করতে চলেছে সন্ধ্যা। শুধু তাই নয় বদলে যাবে সন্ধ্যার নামও। নতুন নামে ও নতুন পরিচয়ে সকলের সামনে আসবে সন্ধ্যা। সন্ধ্যার এই নতুন রূপ দেখে চমকে যাবে আকাশ। এদিকে সন্ধ্যা তখন আর আকাশের স্ত্রী নয়, বরং সে তখন মোনালিসা।

‘সন্ধ্যাতারা’ ধারাবাহিকের গল্পে বিরাট পরিবর্তন করতে চলেছে জলসা কর্তৃপক্ষ। সম্প্রতি দেখা যাচ্ছে, সন্ধ্যা জানতে পেরে গিয়েছে যে আকাশ তাঁর বোন তারাকে এতদিন ভালোবেসে এসেছে। এদিকে তারা গর্ভবতী। তারার গর্ভে কার সন্তান তা এখনও জানা না গেলেও সকলের সন্দেহের তীর আকাশের দিকেই।

এর মধ্যে মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজেকে শেষ করতে চায় সন্ধ্যা। আকাশ তাঁকে বাঁচালে সে ঘরে ফিরে আসে ঠিকই কিন্তু ফের সংসার ছেড়ে বেরিয়ে যাওয়ার মনোস্থির করে। সে ঠিক করে যে তারা ও আকাশনীলের মাঝে সে আর বাধা হয়ে দাঁড়াবে না। তাই সে ঘর থেকে বেরিয়ে যায় ও পথে সে আহত হয়ে স্মৃতিশক্তি হারিয়ে ফেলে।

সূত্রের খবর, এরপর দেখা যাবে আকাশনীলের বন্ধু সবুজ সন্ধ্যাকে উদ্ধার করে নিজের কাছে নিয়ে যাবে ও তাঁকে সুস্থ করে তুলবে। সন্ধ্যার নতুন নাম হবে মোনালিসা। ক্রমে সবুজের সঙ্গে তাঁর সম্পর্ক তৈরি হবে ও তাঁরা একে অপরকে বিয়ে করবে। এদিকে, আকাশ বছরের পর বছর ধরে পাগলের মতো সন্ধ্যাকে খুঁজতে থাকে অনেক বছর পর তাঁদের সাক্ষাত হয়।

আকাশের সঙ্গে সন্ধ্যার যখন দেখা হবে তখন সন্ধ্যা সবুজের স্ত্রী মোনালিসা। সে আকাশকে চিনতে পারেনা ও সন্ধ্যা নামটিকে অস্বীকার করে। সবুজ বলে এখন ও আর সন্ধ্যা নয় ও আমার স্ত্রী মোনালিসা। এখানেই প্রশ্ন উঠছে, তবে কী সন্ধ্যা ও আকাশের মিল হবে না? সন্ধ্যার জীবনে কী সবুজ-ই নায়ক হয়ে থাকবে? নাকি গল্পে আসবে নতুন ট্যুইস্ট? এই সকল প্রশ্নের উত্তর মিলবে স্টার জলসার পর্দায়।

You cannot copy content of this page