টেলিভিশনের পর্দায় কখনও কখনও এমন কিছু চরিত্র আসে যেগুলো দর্শকের মনে দাগ কাটে, ভালো হোক বা মন্দ। ‘শিঞ্জিনী চক্রবর্তী’র (Shinjini Chakraborty) অভিনীত ‘বর্ষা’ ঠিক তেমনই একটি চরিত্র। ‘চিরসখা’ (Chiroshokha) ধারাবাহিকে তার অতি নেতিবাচক পুত্রবধূর চরিত্রে অভিনয় এতটাই বাস্তব হয়ে উঠেছিল যে অনেকেই রাগে-ক্ষোভে পর্দার বাইরেও তার প্রতি বিরূপ হয়ে ওঠেন। অথচ এই চরিত্রটাই শিঞ্জিনীর অভিনয় কেরিয়ারে এক মোড় ঘুরিয়ে দিয়েছে। নেতিবাচক হলেও বর্ষা চরিত্রে তার অসাধারণ অভিনয় দক্ষতা তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়।
শিঞ্জিনীর অভিনয়যাত্রা শুরু হয়েছিল ‘অষ্টমী’ ধারাবাহিকে উমা চরিত্রের মধ্য দিয়ে। কিন্তু দর্শকদের মনে তার স্থায়ী ছাপ পড়ে ‘চিরসখা’ ধারাবাহিকের বর্ষা হিসেবেই। নেতিবাচক চরিত্র করেও যে এতটা জনপ্রিয় হওয়া যায়, শিঞ্জিনী তার জ্বলন্ত উদাহরণ। তার অভিনয় দেখে বোঝা যায়, তিনি চরিত্রে কতটা মন দেন এবং সেটিকে কতটা বিশ্বাসযোগ্য করে তোলেন। তার অভিনয় কখনওই কৃত্রিম লাগে না—সেটাই তার শক্তি। অভিনয় জগতে নেতিবাচক চরিত্রে কাজ করা অনেক সময় দ্বিধার সৃষ্টি করে।
একদিকে জনপ্রিয়তা, আরেকদিকে ভুল বোঝাবুঝি। শিঞ্জিনীর ক্ষেত্রেও এমন কিছুটা হয়েছে। শোনা যাচ্ছিল, তিনি নাকি আর কোনও ধারাবাহিকে কাজ পাচ্ছেন না এই বর্ষা চরিত্রের নেতিবাচক প্রভাবের জন্য। তাই গৃহ পরিচারিকার কাজ করছেন এখন! বেশ কিছুদিন যাবত সমাজ মাধ্যমে এই নিয়ে নানান মিম, ট্রোল, লেখালিখি ঘুরছিল। সমাজ মাধ্যমে রটে যাওয়া এইসব গুজব রীতিমতো হইচই ফেলে দেয়। কিন্তু বাস্তব ছবি পুরো ভিন্ন।
শিঞ্জিনী এখন আবার এক নতুন ধারাবাহিকে কাজ করছেন, অন্য এক চরিত্রে। ‘ভোলে বাবা পার করেগা’তে দেখা যাচ্ছে তাঁকে। এখানে তিনি ঝিলের বড় দিদির চরিত্রে অভিনয় করছেন, যিনি গৃহ পরিচারিকার কাজ করেন। চরিত্রের প্রয়োজনে তাকে কাজের মহিলার মতো দেখানো হচ্ছে, কিন্তু তার অভিনয় দক্ষতায় কোনও কমতি নেই। এই চরিত্রে তিনি একেবারে নতুন রূপে ধরা দিচ্ছেন। বিশেষত, প্রথমদিকে যে চরিত্রে অন্য একজন অভিনেত্রী ছিলেন, সেখানে শিঞ্জিনীর জায়গা নেওয়াও বলার মতো বিষয়।
আরও পড়ুনঃ “আমি দিদির আদর্শে অনুপ্রাণিত!”— তীব্র অভাবের সংসার থেকে রাজনৈতিক শ্বশুর বাড়িতে পদার্পণ! এবার মুখ্যমন্ত্রীর ভিভিআইপি জোনে সুদীপ্তা! স্মিতা বক্সীর বৌমা থেকে তিনি এবার শাসকদলের ভবিষ্যত প্রার্থী?
বর্তমানে শিঞ্জিনী দুটি আলাদা ধারাবাহিকে একেবারে বিপরীত ধরণের চরিত্রে অভিনয় করছেন— একদিকে বর্ষার কুটিলতা, অন্যদিকে গৃহপরিচারিকার সংগ্রামী জীবন। এই বৈচিত্র্যই তাঁকে একজন বহুমুখী অভিনেত্রীতে পরিণত করেছে। কোনও একঘেয়ে চরিত্রে আটকে না থেকে, নতুন নতুন চ্যালেঞ্জ নেওয়াই তাকে আলাদা করেছে সব সময়। ভবিষ্যতে তিনি আর কী কী চরিত্রে ধরা দেন, সেটাই এখন দেখার। তবে এটুকু নিশ্চিত, যে চরিত্রই করুন না কেন, বর্ষার জনপ্রিয়তা ভোলার না।
শ্যামাপুজোর মঞ্চে জিন্স পরে শ্যামাসংগীত! ইমন চক্রবর্তীকে তীব্র কটা’ক্ষ নেটপাড়ার! গায়িকার স্বাধীনচেতা বার্তায় বি’রক্ত সোশ্যাল মিডিয়া