বর্তমানে একটি ধারাবাহিকের টিআরপির স্থান খুবই গুরুত্বপূর্ণ। টিআরপির (TRP) তালিকায় নিচে নামলে ধারাবাহিকে ইতি টানার সম্ভাবনাও রয়েছে। কারণ এখনকার ধারাবাহিক আগেকার মতো বছর বছর চলে না। টিআরপির এপাশ ওপাশ হলেই একটি ধারাবাহিককে সরিয়ে জায়গা নিয়ে নেয় নতুন ধারাবাহিক। স্টার জলসা (Star Jalsha) ও জি বাংলায় একের পর এক আসছে নতুন নতুন ধারাবাহিক। একে ওপরের কম্পিটিটর যেন তারা।
জনপ্রিয় সব নায়ক-নায়িকাদের নিয়ে আসছে সেই ধারাবাহিকগুলো। কোনটা ছেড়ে কোনটা দেখবে মানুষ। স্টার যেমন এগোচ্ছে, পাল্লা দিয়ে এগোচ্ছে জি বাংলাও। আর এই নতুন নতুন ধারাবাহিকের জন্য ইতির খাতায় নাম লেখাচ্ছে পুরোনো ধারাবাহিক। টিআরপি-র লড়াইতে এগিয়ে থাকতে একের পর এক নতুন ধারাবাহিক নিয়ে আসছে চ্যানেল। স্টারে আসছে পর পর দুটি ধারাবাহিক।
নতুন সিরিয়াল ‘লাভ বিয়ে আজকাল’
একটি হল ‘লাভ বিয়ে আজকাল’ (Love Biye Aajkal), অপরটি ‘তোমাদের রানী’। ‘লাভ বিয়ে আজকাল’এ জুটি বাঁধতে চলেছেন ওম সাহানি (Om Sahani) এবং নবাগতা মৌমিতা সরকার (Moumita Sarkar)। ছোট পর্দা এবং বড় পর্দার বেশ পরিচিত মুখ ওম সাহানি। তাঁর বিপরীতে দেখা যাবে নতুন মুখ মৌমিতা সরকারকে। ২৮শে অগস্ট থেকে রাত ৮.৩০টায় সম্প্রচারিত হচ্ছে ওম সাহানি ও নবাগতা মৌমিতা সরকারের ‘লাভ বিয়ে আজকাল’। প্রোমো থেকে জানা যায়, ওমকে এখানে দেখা যাবে একজন ধনী, দাম্ভিক বার-মালিকের চরিত্রে।
ওমকারের বাড়িতে শ্রাবনের গৃহপ্রবেশ
ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ‘লাভ বিয়ে আজকাল’। ধারাবাহিকে ওম সাহানির নাম ওম প্রকাশ ঘোষ (Om Prakash Ghosh)। অন্যদিকে মৌমিতাকে দেখা যাবে বারের এক নতুন গায়িকার চরিত্রে। তাঁর চরিত্রের নাম হল শ্রাবণ (Shraban)। শ্রাবনের গান শুনে মুগ্ধ হয়ে তাকে বেশি টাকা দিয়ে গান গাওয়ার অফার দেয় ওম। কিন্তু সেই টাকা শ্রাবণ প্রত্যাখ্যান করে চলে যায়। গল্পের নায়ক-নায়িকা দুজনেই এক শর্তের ভিত্তিতে সাতপাকে বাঁধা পড়েছে। এরপর কীভাবে তাঁদের মধ্যে রসায়ন জমবে, সেই গল্প নিয়েই ধারাবাহিক এগিয়ে যাবে।
শ্বশুরবাড়িতে কোন পরিস্থিতিতে পড়তে চলেছে শ্রাবন?
ধারাবাহিকটি শুরু হওয়ার সাথে সাথে বিয়ের প্লট এসেছে। অর্থাৎ বিয়ে দিয়ে শুরু হতে চলেছে আসল গল্প। দেখা গেল। বিয়ে করে নতুন বেশে প্রবেশ করল শ্রাবন। বিয়েটা যদিও একটা নাটক ছিল। কিন্তু নাটকেও যে সে এতো বড় বাড়িতে আসতে পারবে, তা সে কখনও ভাবেনি। এবার শ্রাবনের জন্য কি অপেক্ষা করছে, তাই দেখার। ‘লাভ বিয়ে আজকাল’এর শুটিং চলছে কলকাতা থেকে একটু দূরে অঞ্জলিকুঞ্জ নামক এক বাংলো বাড়িতে। যেখানে এরআগে দেবী চৌধুরানী, খেলনা বাড়ি, খুকুমনি, হোম ডেলিভারি, ফুলকি, নায়িকা নম্বর ওয়ান এবং জগদ্ধাত্রী সিরিয়ালের শুটিং হয়েছে। বলাই যায়, এই ধারাবাহিক বেশ অনেকখানি বাজেটের উপর দাঁড়িয়ে।