‘গৌরবের একটা ত্রিনেত্র খুলেছে, জ্ঞানী হয়ে আরও শিশু হয়ে গেছে!’ ‘শোলাঙ্কি আগের থেকে আরও প্রাণোচ্ছল!’– দীর্ঘ বিরতির পর একে অপরকে নতুনভাবে আবিষ্কার করল শোলাঙ্কি-গৌরব জুটি! ‘মিলন হবে কত দিনে’তে দু’জনের চরিত্র কতটা আলাদা? এলার-গোরার জুটি আনছে কোন ম্যাজিক?

দীর্ঘ বিরতির পর প্রিয় জুটির ছোটপর্দায় ফেরার খবরে শুরু থেকেই দর্শকদের মধ্যে আলাদা উন্মাদনা ছিল তুঙ্গে। ‘শোলাঙ্কি রায়’ (Solanki Roy) আর ‘গৌরব চট্টোপাধ্যায়’ (Gaurab Chatterjee) এর জুটিকে নিয়ে ধারাবাহিক প্রেমীরা বরাবরই একটু বেশি আগ্রহী। জনপ্রিয় ধারাবাহিক ‘গাঁটছড়া’র পর আবারও তাঁদের একসঙ্গে দেখা যাবে স্টার জলসার নতুন মেগায় ‘মিলন হবে কত দিনে’ (Milon Hobe Koto Dine)। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের সম্প্রচারের তারিখ এবং সময়। জোর কদমে চলছে শেষ মুহূর্তে প্রচার পর্ব। বাইরে থেকে দু’জনকে যতটা নির্ভার দেখা যায়, প্রচারের সময় তাঁদের কথাবার্তায় সেই স্বাভাবিক বন্ধুত্বর মধ্যেই নতুন এক উষ্ণতা ধরা পড়ল এদিন।

এই ধারাবাহিকের প্রোমো প্রকাশের পর থেকেই সমাজ মাধ্যমে নানান আলোচনা হচ্ছিল। অনেকেই বলছিল, গৌরব আবার কি সেই একই ধরনের চরিত্রে ফিরছেন? শোলাঙ্কিও সেই একই অবস্থা! এমনই সব প্রশ্নই প্রথমে ছুঁড়ে দেওয়া হয় জুটিকে। এদিন জবাবটা এল খুব শান্ত ভাবে শোলাঙ্কির কাছ থেকেই, “এই ধারাবাহিকে আমাদের দু’জনের চরিত্রই ভীষণ আলাদা। একেবারেই আগের মতো নয় আমাদের চরিত্রগুলো। প্রোমো দেখে তো সবটা বোঝা সম্ভব নয়, তাই ধারাবাহিকটা শুরু হলেই আসল ঘটনা বোঝা যাবে। তবে, এইবার আমরা নিজেদের অনেকটা ভেঙেচুরে গড়ে তুলছি, নানান পরীক্ষা নিরীক্ষা করছি।

আশা করি দর্শকদের জন্য নতুন কিছু করতে পারব।” তাঁর কথা থেকেই স্পষ্ট যে, নতুন চরিত্র নিয়ে তাঁরা সত্যিই খুব পরিশ্রম করছেন। তবে এই জুটিকে নিয়ে আরও একটা প্রশ্ন ছিলই, এত দিন পর আবার একসঙ্গে কাজ করতে কেমন লাগছে? একে অপরের মধ্যে কী পরিবর্তন লক্ষ করলেন? দু’জনই হাসতে হাসতে একে ওপরকে খোঁচা দিতে লাগলেন। শোলাঙ্কির মতে, “এই তিন-চার বছরে মনে হয় গৌরবের একটা ত্রিনেত্র খুলেছে। মানে চিরকাল ও খুব জ্ঞানী ছিল কিন্তু এখন আরও বেশি হয়ে গেছে।

তবে, জ্ঞানী হলে মানুষ গম্ভীর হয়ে যায়, গৌরবের ক্ষেত্রে তার উল্টোটাই হয়েছে। জ্ঞানী হয়ে ও আরও শিশুর মত হয়ে গেছে, কোনও কিছুতেই খুব একটা যায় আসে না!” সহ-অভিনেত্রী হিসেবে গৌরবকে নিয়ে তাঁর এই মজা করার ভঙ্গিটাই আবার দু’জনের সহজ সম্পর্ক তুলে ধরল। অন্যদিকে, গৌরবও কম যান না। তিনি খুব সহজেই স্বীকার করলেন যে শোলাঙ্কি নাকি আগের থেকে আরও বেশি প্রাণবন্ত হয়ে উঠেছেন। তাঁর ভাষায়,”শোলাঙ্কি আগের থেকে আরও প্রাণোচ্ছল এবং হাসি খুশি হয়েছে।

আরও পড়ুনঃ “কারও মৃ’ত্যু নিয়ে ফুটেজ খেতে চাই না!” জুবিন গর্গকে ঘিরে অঙ্কিতার মন্তব্যে তোলপাড় নেট পাড়া! ক্ষোভে ফেটে পড়লেন গায়িকা ময়ূরী! শুরু তীব্র বাকযুদ্ধ

এমন একজন সহ অভিনেত্রীর সঙ্গে আবার কাজ করতে পারে সত্যিই ভালো লাগছে।” দীর্ঘদিনের বিরতির পর একসঙ্গে স্ক্রিনে ফেরা, এই উচ্ছ্বাস দু’জনের কণ্ঠেই স্পষ্ট। সব মিলিয়ে ‘মিলন হবে কত দিনে’ শুধুই একটি নতুন ধারাবাহিক নয়, বরং টেলিপাড়ার চেনা এক জুটির নতুন ভাঙা-গড়া আবিষ্কারের গল্পও বটে। প্রেম, আঘাত, ভুলবোঝাবুঝি আর নতুন করে শুরু করার সাহসই এই গল্পের মূল সুর। যতটা গভীর গল্পের ভিত্তি, চরিত্র দুটির মধ্যে সেই বৈচিত্র ততটাই স্পষ্ট হবে বলে ইঙ্গিত দিচ্ছেন অভিনেতারা।