অসমের কিংবদন্তী গায়ক জুবিন গর্গের আকস্মিক মৃ’ত্যু ঘিরে এখনও দুঃখ ও রহস্যের আবহ। এই সময়েই তাঁর গানকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন বিতর্ক। সারেগামাপা খ্যাত গায়িকা অঙ্কিতা ভট্টাচার্য কোচবিহারের একটি শো-তে মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা করেন— তিনি জুবিনের গান গাইবেন না, কারণ “কারও মৃ’ত্যু নিয়ে ফুটেজ খেতে চাই না।” এই মন্তব্য ছড়াতেই নেটমাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনা।
অঙ্কিতার এমন মন্তব্য মেনে নিতে পারেননি বহু দর্শক ও সংগীতশিল্পী। তাঁদের মতে, শ্রদ্ধা জানানোর গানকে ‘ফুটেজ’ হিসেবে দেখা অত্যন্ত অসম্মানজনক। এই প্রেক্ষিতেই নাম না করেই অঙ্কিতার বক্তব্যের প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট লেখেন সারেগামাপা-র রানার্স আপ ময়ূরী দারানি, যা মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
ময়ূরীর অভিযোগ, শিল্পী হিসেবে জুবিন গর্গের প্রতি শ্রদ্ধা দেখানোই স্বাভাবিক। তাই দর্শক অনুরোধ করলে গান গাওয়া ‘ফুটেজ খাওয়া’ নয়। তিনি লেখেন— “আমরা যারা পারফর্ম করি, রিকুয়েস্ট পেলে খুশি হয়ে গাই। না পারলেও চেষ্টা করি। সেখানে দাঁড়িয়ে এত জনপ্রিয় একজন শিল্পী কী করে এমন কথা বলতে পারল?” যদিও কোনো নাম নেননি, তবু কার উদ্দেশে কথাটি তা স্পষ্ট।
ময়ূরী আরও জানান, তিনি ব্যক্তিগতভাবে অঙ্কিতার গান পছন্দ করলেও এমন মন্তব্য তাঁকে হতাশ করেছে। তাঁর প্রশ্ন— “যারা জুবিন দাকে শ্রদ্ধা জানাতে তাঁর গান গাইছে, তারা কি সবাই ফুটেজ খাচ্ছে?” ময়ূরীর মতে, এই মন্তব্যে অনেক বড় শিল্পীও পরোক্ষভাবে অপমানিত হয়েছেন। তাই তাঁর অঙ্কিতার প্রতি সম্মান অনেকটা কমে গেছে।
আরও পড়ুনঃ অবশেষে বিয়ের পিঁড়িতে!লাস ভেগাসে রূপকথার বিয়ে সারলেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী! পাত্র কে জানেন?
শেষে ময়ূরী স্পষ্ট জানান, জুবিন গর্গের প্রতি তাঁদের ভালবাসা অটুট থাকবে। তিনি লিখেছেন— “আমরা জুবিন দার ভক্ত ছিলাম, আছি, থাকব। তাঁর গান গাইব— কেউ অপমান করলেও থামব না।” অঙ্কিতা ও ময়ূরীর এই প্রকাশ্য মতবিরোধ এখন নেটদুনিয়ায় নতুন বিতর্কের জন্ম দিয়েছে, আর সেই নিয়েই উত্তপ্ত সোশ্যাল মিডিয়া।






