ক্রমশ সামনে আসছে বাঙালির প্রিয় উৎসব দূর্গা পূজা (Durga Puja)। যদিও বাঙালির উৎসবের লিস্ট কম নেই, তবু মা দুর্গা জন্য বাঙালিরা একটু বেশি অপেক্ষায় থাকেন। প্রায় ৬ দিন সকলেই পুজোর আনন্দেই মেতে থাকে সারাক্ষন। শুরু হয়ে গিয়েছে সেই মহা উৎসবের কাউন্টডাউন। পুজোর আনন্দে সামিল হতে চলেছে প্রতিটি বাঙালি। নিজেরা নিজেদের সাধ্য মতো পুজোর দিনগুলোতে আনন্দের জোয়ারে ভেসে যায়। আর সেটাই শুরু হয় মহালয়ার (Mahalaya) পর্ব দিয়ে।
বাঙালিদের মহালয়া দেখার ক্রেজ
মহালয়ার এই বিশেষ দিনে থাকে সকলের মধ্যেই টিভির পর্দায় মহালায়া দেখার একটা প্রচলিত ক্রেজ। পাশাপাশি রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ব্যারিটোন ভয়েসে মহালয়া শোনার রীতি তো আছেই। প্রতিবারই টেলিভিশনে দেবী দুর্গা রূপে ধরা দেন আমাদেরই প্রিয় তারকারা। বড় পর্দা ও ছোট পর্দা উভয়ের তারকারাই ধরা দেন দেব-দেবী রূপে। জনপ্রিয় তারকা শুভশ্রী থেকে শ্রাবন্তী সকলকেই একে একে দেখে এসেছি দেবী দুর্গা রূপে অসুর দমন করতে।
স্টারের মহিষাসুরমর্দিনী রূপে কোয়েল মল্লিক
মহালয়ার এই বিশেষ দিনের টিভির অনুষ্ঠান নিয়ে চ্যানেলগুলির মধ্যেও প্রতিযোগিতা কিছু কম নয়। কোন চ্যানেলে কে সাজবেন মহিষাসুরমর্দিনী, তা নিয়ে দর্শকরাও বেশ কৌতূহলী। এ বছর স্টার জলসার পর্দায় মহামায়া দেবী দুর্গার ভূমিকায় দেখা যাবে সকলের প্রিয় টলি অভিনেত্রী কোয়েল মল্লিককে (Koel mallick)। যদিও এর আগেও টিভির পর্দায় আমরা কোয়েলকে মহিষাসুরমর্দিনী রূপে দেখেছি।
কোন দেব-দেবী রূপে থাকছেন প্রতীক ও সোনামনি?
প্রতিবারই যেন নতুন নতুন রূপে আমাদের সামনে আসেন কোয়েল। এ বছর স্টার জলসার মহালয়ার প্রযোজনার দায়িত্বে রয়েছে সুরিন্দর ফিল্মস (Surinder Films)। সাথে থাকছে ধারাবাহিকের নানান জনপ্রিয় তারকারা। আগের বছর স্টার জলসায় দেবী দূর্গা রূপে দেখা গিয়েছিল এক্কা দোক্কা’র (Ekka Dokka) সোনামনি সাহাকে (Sonamoni Saha)। আর তাই এবছর তাঁকে কোন রূপে আমরা দেখতে পাব, তা জানার অপেক্ষায় ছিলেন অনেক দর্শক। তবে দর্শকদের জন্য এবার খারাপ খবর।
জানা যাচ্ছে, এ বছর মহালয়াতে সোনামনি এবং প্রতীক (Pratik) কাউকেই দেখতে পাওয়া যাবে না। এ বছর স্টার জলসার মহালয়াতে থাকবেন তৃনা সাহা, সন্দীপ্তা সেন, দীপান্বিতা রক্ষিত সহ আরও অনেক জনপ্রিয় তারকারা। এ বছর ১৪ই অক্টোবর মহালয়া। উল্লেখ্য, কালার্স বাংলায় নতুন করে কোনও মহালয়া শুটিং হচ্ছে না। তবে জি বাংলা টক্কর দিতে দারুন দারুন তারকাদের নিয়ে আসছে মহালয়ার অনুষ্ঠানে।