স্টার জলসার (Star Jalsha) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক গৃহপ্রবেশ (Grihoprobesh)। জলসা পর্দায় সম্প্রচারিত এই ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনেত্রী উষসী রায় ও সুস্মিত মুখার্জি। শুরু হওয়ার পর থেকেই এই ধারাবাহিক সকলের মন জয় করে নিয়েছে। বিদেশের মাটিতে উষসী সুস্মিতের কাহিনী এক অন্য মাত্রা এনেছে বলাই যায়।
গৃহপ্রবেশ আজকের পর্ব ৬ ফেব্রুয়ারি এপিসোড (Grihoprobesh Today Episode 6th February)
স্টার জলসার এই ধারাবাহিকটিতে দেখা যাচ্ছে, নায়ক অদৃতের সঙ্গে বিয়ে হলেও এই বিয়ে মেনে নিতে পারেনি তাঁর মা। তিনি মনে করেন অদৃতের যোগ্য বউ শুভ মোটেই নয়। কিন্তু ঠাম্মি শুভলক্ষী কে মন প্রাণ দিয়ে ভালোবাসেন। তাই তিনি বাড়ি, পরিবারের মানুষজন ও ব্যবসার দায়িত্ব শুভর হাতে তুলে দিয়েছেন।
কিন্তু এটা আবার তিনি মানতে পারেননি। এদিকে বাড়িতে ঋদ্ধির বিয়ে। আর এই বিয়ে নিয়ে সবাই অনেক হইহুল্লোড় করছে। এরই মাঝে বিয়ের হার চুরি হয়ে যায়। পরিকল্পনা করেই সেই হার চুরি করা হয়। শুভলক্ষ্মীর ওপরে সমস্ত দায়িত্ব। কিন্তু বেরোনোর আগেই শুভ দেখতে পায় যে ওই হার আলমারির মধ্যে নেই।
সবাই যখন হারের খোঁজ করছে তখন শুভলক্ষ্মী বুঝতে পারে এবার সবাইকে সত্যিটা জানাতেই হবে। কিন্তু মনে মনে শুভ ভাবতে থাকে ওই হার আলমারি থেকে সরালো, আদৃত ও শুভলক্ষ্মী তাঁরা নিজেও তো আলমারিতে হাত দেয়নি। কিন্তু শুভ মুখ গম্ভীর করে আছে দেখে সবাই তাঁকে হাসতে বলে।
আরও পড়ুনঃ চুমকি ভীষণ ভালো, কিন্তু জীবনে প্রচুর কষ্ট পেয়েছে ও, ওর মতো আন্তরিক, দায়িত্বশীল মানুষ দুটো হয় না! অকপট জয় ব্যানার্জি
এরপর ঘরের মধ্যে থেকে শুভ একটা বোতাম খুঁজে পায়। আর শুভ বোঝে এই বোতাম তো আদৃতের নয়। তাহলে কে ঢুকেছিল ঘরে? কেইবা হারটা চুরি করল? শুভ একবার ভাবে ঠাম্মিকে জানাবে। কিন্তু পরক্ষণেই মনে হয়, ঠাম্মি আনন্দ করছে এখন তাঁকে না জানানোই ভাল। শুভ একাই বুদ্ধি খাটিয়ে গয়না চোরকে ধরবে।