আদৃতের মন বিষিয়ে দিল সেবন্তী! শুভকে মিথ্যেবাদী ভেবে চূড়ান্ত অপমান করল আদৃত! কি সিদ্ধান্ত নেবে শুভ?

স্টার জলসার (Star Jalsha) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক গৃহপ্রবেশ (Grihoprobesh)। ঊষসী রায় ও সুস্মিত মুখার্জী অভিনীত এই ধারাবাহিকে বর্তমানে তোলপাড় করা পর্ব চলছে। ধারাবাহিক চলছে নিজ গতিতে। আর তার সঙ্গে তাল মিলিয়ে সাজানো হচ্ছে প্রত্যেকটি পর্ব। আর এবার দেখা যাবে, সেবন্তীর কথায় কিভাবে বদলে যাচ্ছে আদৃত।

গৃহপ্রবেশ আজকের পর্ব ২০ ফেব্রুয়ারি এপিসোড | Grihoprobesh Today Episode 20 February

স্টার জলসার গৃহপ্রবেশ ধারাবাহিকের কাহিনী নির্মিত হয় পশ্চিমবঙ্গের মেয়ে শুভলক্ষ্মীকে কেন্দ্র করে। বিদেশের মাটিতে সে ঘর বাঁধে ‌নিজের খুব কাছের মানুষ আদৃতর সঙ্গে। কিন্তু শাশুড়ি মা সেবন্তী কোনদিনই শুভকে সেই বাড়ির বউ হিসেবে মেনে নিতে পারেনি। ফলে আদৃতের মন বিষিয়ে দেওয়ার জন্য নানান চেষ্টা করেছে সে। ‌

Star Jalsha Grihoprobesh serial today Episode 17th February

ইতিমধ্যে দেখা যায়, অয়নাকে প্ল্যান করে বিপদে ফেলে তারপর আবার উদ্ধার করে সবার চোখে ভালো হওয়ার চেষ্টা করছে জিনিয়া। বাড়ি ফিরে সেই কথা জানতে পারে শুভলক্ষ্মী। শাশুড়ি মায়ের থেকে নানান কথা শুনতে হয় তাঁকে। তবে শুভর প্রথম থেকেই সন্দেহ হয়। নিস্তব্ধ রাস্তায় অয়না বিপদে পড়েছে যখন সেই জায়গায় জিনিয়া তৎক্ষণাৎ এল কোথা থেকে।

আরও পড়ুনঃ তিনি দারুণভাবে আধ্যাত্মিকতায় বিশ্বাসী! মহাকুম্ভে মনবাসনা জানিয়ে প্রদীপ ভাসালেন অপরাজিতা আঢ্য! ভাইরাল ভিডিও!

এর আগে হার চুরি কে করেছে সেটাও জেনে গিয়েছে শুভ। এই সবকিছুর পিছনে যে সেবন্তী রয়েছে, সেটা আর জানতে বাকি নেই তাঁর। তবে নতুন পর্বে দেখা যায় আদৃত বাড়ি ফিরতেই তাঁর কাছে গিয়ে সেবন্তী বলে শুভ জিনিয়াকে খুব খারাপ ভাবে অপমান করেছে। জিনিয়ার অপমান হয়েছে বলে খারাপ লেগেছে তাঁরও। এ কেমন ব্যবহার শুভর! আদৃতকে প্রশ্ন করে সেবন্তী।‌

সেবন্তীর কথা শুনে শুভর উপর প্রচন্ড রেগে যায় আদৃত। সে ঘরে গিয়ে পৌঁছতেই শুভ যখন তাকে কিছু বলতে আসে, তখন আদৃত শুভকে খারাপ ভাবে অপমান করে। শুভ তখন এও বলে হার চুরির পিছনে রয়েছে ‌ আদৃতের মা। আদৃত তো কিছুই বিশ্বাস করতে চায় না, উল্টে শুভকে আরও খারাপ খারাপ কথা শোনাতে থাকে। আদৃতের কথা শুনে খুব অবাক হয়ে যায় শুভ।