টিআরপি (TRP) কমলেই বাংলা সিরিয়ালগুলিকে ভ্রূকুটি দিচ্ছে বিনোদনের চ্যানেলগুলি। এই মুহূর্তে, তাদের একমাত্র চাহিদা টিআরপির প্রথম পাঁচে তাদের সিরিয়ালের নাম। দর্শকদের চাহিদা পূরণই তাদের একমাত্র লক্ষ্য। আর সিরিয়ালের গল্প একটু ঢিমেতালে এগোলেই আগ্রহ হারিয়ে ফেলেছেন দর্শক।
এই টিআরপির লড়াই নতুন কিছু নয়। সিরিয়ালপ্রেমীদের আগ্রহ ধরে রাখতে তাই বাংলা ধারাবাহিকের নির্মাতারা গল্পে আনছে একাধিক ট্যুইস্ট। কারণ, টিআরপি রেটিং পড়লেই বদলে যাচ্ছে সিরিয়ালের স্লট। কোনো কোনো ক্ষেত্রে বন্ধই হয়ে যাচ্ছে সেই সিরিয়াল। বদলে আসছে নতুন সিরিয়াল।
স্টার জলসায়ও আসছে নতুন সিরিয়াল। সূত্রের খবর বলছে, ‘মেয়েবেলা’,’শ্রীকৃষ্ণ ভক্ত মীরা’-র প্রখ্যাত সংস্থা সুরিন্দর ফিল্মস ফের ফিরছে ছোটপর্দায় প্রযোজনায়। মেয়েবেলা ও শ্রীকৃষ্ণ ভক্ত মীরা দর্শক মহলে জনপ্রিয় হলেও, কম টিআরপির কারণে বেশিদিন সম্প্রচারিত হয়নি।
যদিও এই মুহূর্তে, সুরিন্দর ফিল্মসের আরেকটি জনপ্রিয় সিরিয়াল ‘রামপ্রসাদ’-এর সম্প্রচার চলছে। চলতি সপ্তাহে রামপ্রসাদের টিআরপি ছিল ৪.৭। আর এবার নামী এই প্রযোজনা সংস্থা ফের জলসার দর্শকদের জন্য আনছে নতুন ধারাবাহিক।
আরও পড়ুন: গিনির বুদ্ধিতে কলঙ্ক মুক্তি মেঘের! সবার সামনে বেআব্রু রূপ-ময়ূরী! ফাঁস আগাম পর্ব
প্রসঙ্গত, নতুন বছরে বাংলা বিনোদনের চ্যানেলগুলি নিয়ে আসছে একাধিক নতুন সিরিয়াল। স্টার জলসা আর জি বাংলায়ও আসছে বেশ কয়েকটি নতুন সিরিয়াল। স্টার জলসা ইতিমধ্যেই ঘোষনা করেছেন কয়েকটি নতুন সিরিয়ালের। জানুয়ারি মাস থেকেই একে একে শুরু হবে নতুন সিরিয়ালগুলি।