“বাবিলের থেকে বুবলাই অনেক ভালো, বাবিল একটা শিয়াল, মিটিলের সঙ্গে প্রতা’রণা করবে!”— বাবিলের বিদেশ যাওয়া ঘিরে শোরগোল, মিটিলকে নিয়ে দর্শকদের উদ্বেগ তুঙ্গে! ‘চিরসখা’-তে বাবিলের রং বদলের ইঙ্গিত, তবে কি সত্যিই বদলে যাবে বাবিল? কী মনে হয় আপনাদের?

স্টার জলসার ‘চিরসখা’র (Chiroshokha) ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে কমলিনী অবশেষে মুক্তি পেয়েছে অতীত থেকে। নারী–পা’চার চক্রের হদিশ পেয়ে পুলিশ চন্দ্র আর সোহিনীকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। এদিকে মিঠিকে দেওয়া কথা রাখতে স্বতন্ত্রও বিদেশ চলে যাবে সিদ্ধান্ত নিয়েছিল। তখন মিটিল জানিয়েছিল যে স্বতন্ত্র যদি এটা করে, তাহলে সে বাবিলের সঙ্গে বিয়ে ভেঙে দেবে। কারণ স্বতন্ত্র না থাকলে, বাবিলের সঙ্গে মিটিল সম্পর্কে জড়াত না। তাঁর এই কথায় বাবিলও সম্মতি জানায় সেই সময়ে।

যে মানুষটা তাদের সম্পর্কের ভিত্তি সে-ই যদি না থাকে, মিটিল তবে বিয়ের পিঁড়িতে বসতে রাজি নয়। তারপর মিঠি নিজের অভিমান ত্যাগ করে স্বতন্ত্রর বিদেশ যাওয়া আটকায়। সেই সময় থেকেই দর্শকদের মনে একটা প্রশ্ন জেগেছিল, কমলিনীর তিন সন্তানের মধ্যে বুবলাই আর মিঠি ইতিমধ্যেই নিজের রঙ দেখাতে শুরু করেছে। এখন শুধু বাবিল বাকি। দর্শকদের দৃঢ় বিশ্বাস, এক না একদিন সেও স্বতন্ত্রকে ছোট করবে আর মায়ের চরিত্র নিয়ে প্রশ্ন তুলবে।

এবার ইঙ্গিত কিছুটা তেমনই মিলেছে। প্রসঙ্গত, লীনা গাঙ্গুলির ধারাবাহিকে এর আগেও দেখা গিয়েছে সব থেকে গ্রহণযোগ্য চরিত্ররাও একটা সময়ের পর বিরোধী রূপ ধারণ করেছে। এবার এই ধারাবাহিকেও বাবিলের চরিত্র নিয়ে তেমনই সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু কেন? প্রথমত, ধারাবাহিকের শুরু থেকেই কথা হচ্ছে বাবিল-মিটিলের বিয়ের। কিন্তু আজ পর্যন্ত সেটা হয়ে উঠল না। আর এখন দেখানো হচ্ছে যে, বাবিল বিদেশ গিয়ে পড়াশোনা করে বড় গায়ক হতে চাইছে। তার এই ইচ্ছাকে সাধুবাদ জানিয়ে স্বতন্ত্র আর্থিক সাহায্য করতে এগিয়েও এসেছে।

দর্শকদের আশঙ্কা বাবিল এরপর সেখানেই থেকে যাবে আর মিটিলকে ভুলে অন্য মেয়েকে বিয়ে করে সংসার পাতবে। সমাজ মাধ্যমে এই নিয়ে শুরু হয়েছে নানান রকম আলোচনা আর সম্ভবনা। কেউ বলেছেন, “বাবিলের কথাবার্তা শুনে যা বুজলাম, তাতে বুবলাইয়ের থেকে অনেক কাঠি ওপরে! খুব চালাক, ওর মতি গতি খুব একটা ভালো ঠেকছে না!” অন্যজন সহমত পোষণ করে বলেছেন, “বুবলাইকে এখন মনে হচ্ছে বাবিলের থেকে হাজার গুণ ভালো!

আরও পড়ুনঃ ভক্তদের অপেক্ষার অবসান, দীর্ঘ বিরতির পর ছোটপর্দায় দুরন্ত কামব্যাক পল্লবীর! জুটি বাঁধবেন ‘গৌরী এলো’-খ্যাত বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে!

বাবিলকে দেখতে সাধু লাগলেও, ওর মুখোশটা মাঝে মাঝে খুলে যায়।” কেউ বলেছেন, “আমার মনে হয় বাবিল স্বতন্ত্রকে এটিএম মেশিনের মতো ব্যবহার করে আর সুযোগ বুঝে নিজেরটা ঠিক করে নেয়। বিদেশ গিয়ে সেই বড় গায়ক হবে, ওমনি আসল রূপ বেরিয়ে পরবে!” আবার কেউ আক্ষেপ নিয়ে লিখেছেন, “মিটিল এত ভালো মেয়ে, কিন্তু কপালটা খারাপ! বাবিল এবার মিটিলকে ভুলে গিয়ে বিদেশি মেমকে বিয়ে করবে, আর মিটিলও এ বাড়িতে অতিথি হয়েই থেকে যাবে!”

You cannot copy content of this page