স্টার জলসার সময় সূচিতে বিরাট রদবদল! একগুচ্ছ নতুন ধারাবাহিকের আগমনে অনিশ্চিত ‘গৃহপ্রবেশ’-এর বেজে গেল বিদায় ঘন্টা! শোলাঙ্কি-স্বস্তিকার কামব্যাকেই কি ইতি টানবে ঊষসী-সুস্মিতের জুটি?

ছোটপর্দার দর্শকদের জন্য আবার নতুন চমক আনতে চলেছে স্টার জলসা (Star Jalsha)। বহুদিন পর আবার অভিনেত্রী স্বস্তিকা দত্তকে ফেরাচ্ছে সেই চ্যানেল। ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ (Professor Bidya Banerjee) চরিত্রে তাঁকে দেখতে পাওয়া যাবে একেবারে নতুন ধারাবাহিকে। যদিও এখনও শুটিং শুরু হয়নি, তবে জানা যাচ্ছে, ২৯ অক্টোবর থেকে নিয়মিত শুরু হবে শুটিং। এই নতুন ধারাবাহিককে ঘিরে ইতিমধ্যেই উৎসাহ তৈরি হয়েছে দর্শকমহলে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এর প্রথম প্রোমো, যা নিয়ে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া।

তবে একে কেন্দ্র করে কিছু অনিশ্চয়তার মেঘও জমেছে। বিশেষ করে ‘গৃহপ্রবেশ’ (Grihoprobesh) ধারাবাহিকের ভক্তদের মনে উঠেছে একটাই প্রশ্ন— এই নতুন গল্পের জন্য কি তবে সময় বদল হবে নাকি সরেই যাবে পুরনো ধারাবাহিকটি? কারণ, ‘গৃহপ্রবেশ’ এখন সম্প্রচারিত হচ্ছে রাত সাড়ে আটটায়, আর শোনা যাচ্ছে, ঠিক ওই সময়েই সম্প্রচারের জন্য ভাবা হচ্ছে স্বস্তিকার নতুন ধারাবাহিকটিকে। যদিও এই বিষয়ে চ্যানেল কর্তৃপক্ষের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

উল্লেখ্য, ‘গৃহপ্রবেশ’ ধারাবাহিকে দর্শক খুব পছন্দ করেছেন, একসঙ্গে ঊষসী রায় এবং সুস্মিত মুখার্জির অনবদ্য রসায়ন। তাঁদের সঙ্গে কৌশাম্বী চক্রবর্তীর নেতিবাচক চরিত্রে অভিনয়ও দর্শকদের নজর কেড়েছিল। মূলত ত্রিকোণ প্রেমের জটিলতা এবং সম্পর্কের টানাপোড়েনেই এগিয়েছিল এই গল্প। শুরুর পর থেকেই ভালোই জনপ্রিয়তা পেয়েছিল ধারাবাহিকটি। কিন্তু ইদানীং ইন্ডাস্ট্রির অন্দরমহল থেকে যে গুঞ্জন উঠছে, তাতে মনে হচ্ছে এই ধারাবাহিক এখন শেষের পথে।

অন্যদিকে, শুধু স্বস্তিকার নতুন ধারাবাহিকই নয়, শোলাঙ্কি রায় এবং গৌরব চট্টোপাধ্যায়ের নতুন ধারাবাহিকের ঝলকও সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ফলে ধারাবাহিক প্রেমীদের মনে প্রশ্ন উঠছেই, এই নতুন দুটি গল্প কোন কোন পুরনো ধারাবাহিকের জায়গা দখল করবে? সাধারণত নতুন ধারাবাহিক শুরু হলে পুরনোগুলোর সময় বদলে দেওয়া হয়, বা অনেক সময় পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় পুরনো ধারাবাহিক। সেই জায়গা থেকেই ‘গৃহপ্রবেশ’-এর ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও জোরদার হয়েছে।

আরও পড়ুনঃ সপরিবারে ভয়ঙ্কর দুর্ঘ’টনার মুখে অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়! মুহূর্তের ব্যবধানে বাঁচলেন মৃ’ত্যুমুখ থেকে, কীভাবে ঘটল দুর্ঘ’টনা? এখন কেমন আছেন তিনি ?

যদিও ধারাবাহিকের পরিবর্তন বাংলা টেলিভিশনে নতুন কিছু নয়, তবু দীর্ঘদিন ধরে যে ধারাবাহিকটি দেখে অভ্যস্ত দর্শক, সেটির হঠাৎ করে শেষ হয়ে যাওয়ার সম্ভাবনায় একটা মনখারাপের জায়গা থেকেই যায়। এখন দেখার বিষয়, চ্যানেল কতটা সময়ের ভারসাম্য ও গল্পের সমন্বয় ঘটাতে পারে। তবে, কোনও গল্প যখন সম্মানজনক অবস্থায় শেষ হয়, সেটা দীর্ঘদিন মনে রাখে দর্শকরা। তাই ‘গৃহপ্রবেশ’ শেষ হয়ে গেলেও, সেটা দর্শকদের মনে থাকবে অমলিন।