স্টার জলসার (star jalsha) জনপ্রিয় ধারাবাহিক ‘রোশনাই’ (Roshnai) ক্রমেই আরও রোমাঞ্চকর হয়ে উঠছে। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে রোশনাই, যে এক জটিল পরিস্থিতির শিকার। বাড়ির সদস্যদের মধ্যে ভুল বোঝাবুঝি, ষড়যন্ত্র, এবং রহস্যময় ঘটনা প্রতিনিয়ত নতুন মোড় আনছে। রোশনাইকে নিয়ে বাড়ির সদস্যদের মনোভাব এবং সন্দেহ, তার দিদি গরিমার শাড়িতে আগুন লাগার ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছে, যা গল্পে রহস্য ও উত্তেজনা বৃদ্ধি করেছে।
পর্বের শুরুতেই দেখা যায়, বাড়ির সবাই রোশনাইকে দোষারোপ করছে। সুরঙ্গমা আরণ্যককে বারবার বলে রোশনাইকে ছেড়ে না দিতে। তবে আরণ্যক রোশনাইয়ের পক্ষে দাঁড়িয়ে জানায়, এখনো পর্যন্ত কোনো প্রমাণ নেই যে সে গরিমার শাড়িতে আগুন লাগিয়েছে। অন্যদিকে, জাহ্নবী নিশ্চিত যে রোশনাই ছাড়া এই কাজ আর কেউ করতে পারে না। তবে আরণ্যক দৃঢ়ভাবে জানায়, এটি নিছক একটি দুর্ঘটনা এবং রোশনাইকে দোষারোপ করা অন্যায়।
রোশনাই মনের মধ্যে এক বিশাল বোঝা নিয়ে চলেছে। দিদির এত বড় ক্ষতি করার কথা সে কখনোই ভাবেনি, কিন্তু বাড়ির সবাই তাকে ভুল বুঝছে। গভীর রাতে সে স্যারজির ঘরে যায় দিদির খবর নিতে। স্যার জি তাকে সতর্ক করেন, এত রাতে তার ঘরে আসা সবার কাছে ভুল বার্তা দিতে পারে। রোশনাই স্যারজিকে জানায়, বিয়ের পর সে অনেক দূরে চলে যাবে। কিন্তু স্যারজি তাকে বোঝান, এখন চলে যাওয়া মানে সন্দেহকে আরও বাড়িয়ে তোলা।
অন্যদিকে, তনুশ্রী মনে মনে রোশনাইকে সরানোর পরিকল্পনা করে। বাড়ির অন্য সদস্যদের প্রভাবিত করার চেষ্টা চালায়। পরের দিন গরিমার মা, পুলিশ নিয়ে এসে রোশনাইকে ধরার চেষ্টা করেন। তবে রোশনাই দৃঢ়তার সঙ্গে পুলিশের সামনে আসে। এই দৃশ্য দেখে বাদশা সন্দেহ করে, সুরঙ্গমা ইচ্ছাকৃতভাবে রোশনাইকে ফাঁসানোর চেষ্টা করছে।
আরও পড়ুনঃ রোশনাইয়ের পর ছোটপর্দায় নতুন চমক নিয়ে ফিরছেন নায়িকা! কার বিপরীতে কোন ধারাবাহিকে ফিরছেন তিনি?
গল্পে এখন প্রশ্ন, সুরঙ্গমার ষড়যন্ত্র কি সফল হবে, নাকি রোশনাই তার নির্দোষিতা প্রমাণ করতে পারবে? বাড়ির সদস্যদের মধ্যে সম্পর্কের সমীকরণ কীভাবে বদলাবে? পরবর্তী পর্বে এই রহস্যময় ঘটনা এবং রোশনাইয়ের লড়াই দেখার জন্য দর্শকদের অপেক্ষা করতে হবে। ‘রোশনাই’ ধারাবাহিকের উত্তেজনা এবং সাসপেন্স প্রতিনিয়ত দর্শকদের মুগ্ধ করছে।
“যাঁরা কচিতে নির্লজ্জ, তাঁরা বুড়ো হয়েও নির্লজ্জই থাকবে!” “আমি খুব হট দেখতে, আমার সঙ্গে কম্পিটিশনে হেরে যাবে!”— নিজের সঙ্গে তুলনা করে সমালোচকদের আক্রমণ, বিতর্কের ঝড় তুললেন স্বস্তিকা মুখোপাধ্যায়!