সুধা এবং তেজের রোমাঞ্চকর জুটি নিয়ে স্টার জলসায় সম্প্রচারিত ‘শুভ বিবাহ’ বর্তমানে দর্শকদের বেশ মুগ্ধ করেছে। ডিভোর্সি সুধার স্বপ্ন এবং চ্যালেঞ্জ নিয়ে চলা এই ধারাবাহিকটির অনন্য গল্প দর্শকদের কাছে জনপ্রিয় হয়েছে এবং টিআরপি তালিকাতেও অসাধারণ ফলাফল করছে। প্রতিটি পর্বে নতুন চমক দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছে, যেখানে তেজ ও সুধার সম্পর্কের উত্থান-পতন আরও গভীর হয়ে উঠছে।
গত পর্বে দেখানো হয়, ফন্টে নামের এক চরিত্র সুধার দোকানে এসে জোরপূর্বক অর্থ আদায়ের চেষ্টা করে। ফন্টে ইমনের মায়ের পরামর্শে সুধার ক্ষতি করতে চেয়েছে, কিন্তু তেজ বারবার গোপনে সুধাকে বিপদের হাত থেকে বাঁচাচ্ছে। এই ধারাবাহিকতায় সুধা নিজের ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসা আবার নতুন করে শুরু করার সাহস পাচ্ছে, যদিও ফন্টে তার ডিভোর্সি পরিচয় সবাইকে জানিয়ে তাকে ছোট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু সুধা তার লক্ষ্য পূরণে অদম্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।
শুভ বিবাহ আজকের পর্ব ১১ নভেম্বর (Shubho Bibaho Today Episode 11 November)
আজকের পর্বে দেখা যাবে সুধা নতুন করে নিজের ম্যারেজ ব্যুরো অফিস শুরু করছে। তার ঘনিষ্ঠ বন্ধু ঝিনুক ও তার ভাই মিলে অফিসটি সাজিয়ে তুলেছে। তেজ সুধার সাফল্য কামনায় চান তার অফিসের প্রথম দিনেই একজন গ্রাহক আসুক। সেইমতো সে কয়েকজন সম্ভাব্য গ্রাহক জোগাড় করেছে, কিন্তু কাউকেই উপযুক্ত মনে হয়নি। তেজ সুধার স্বপ্ন পূরণের জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে, যা তাদের বন্ধনকে আরও শক্তিশালী করছে।
অন্যদিকে সুধার শ্বশুর মশাই তার দোকানে এসে অনেক আবদার করে চা-বিস্কুট খাওয়ার অনুরোধ জানান। শ্বশুর মশাইয়ের বক্তব্যে সুধাও নিজের পরিবারকে মিস করছে বলে জানায়। তবে এদিকে তেজের মেজ কাকা ঠাম্মির কাছে অভিযোগ করে যে সুধা তাদের ক্ষতি করে যাচ্ছে। ঠাম্মিও সুধার উপর ক্রুদ্ধ হয়ে উঠছেন, যা তেজ-সুধার সম্পর্ককে জটিল করে তুলছে।
আরও পড়ুন: অব্যর্থ নিশানা! শুটিং ফ্লোরে একলব্যকে ঘায়েল করল রাঙামতি
অপরদিকে, ইমনের মা সুধার দোকানের বিষয়ে ফন্টের কাছ থেকে খোঁজ নিচ্ছেন এবং সুধার দোকানে গিয়ে ক্ষতির পরিকল্পনা করছেন। তবে, তার উদ্দেশ্য পুরোপুরি স্পষ্ট নয়। এদিকে সুধার শ্বশুর মশাই তাকে দেখতে পেয়ে নতুন এক মোড় সৃষ্টি হতে চলেছে।
“আমার হাত দেখে কি মনে হচ্ছে, আমি কি কাপড় কাচার জন্যই জন্মেছি? ডু ইউ থিঙ্ক সো!”— ঐন্দ্রিলার দাম্ভিক মন্তব্যে সমাজ মাধ্যমে তোলপাড়! ‘কেন, কাপড় কাচা কি খারাপ জিনিস? বরং না পারাটাই লজ্জার!’ ‘এত অহংকার ভালো না, হঠাৎ পরিস্থিতি বদলে গেলে কি হবে জানেন?’— নেটপাড়ার কটাক্ষ!