স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘শুভ বিবাহ’ আজকের পর্বে সুধার জীবনে নতুন এক র’হস্যজনক মোড় দেখা গেল। বাড়ির মেয়ে-বউদের জন্য অধিকার আদায়ের ল’ড়াইতে সুধা দৃঢ় মনোবলে ঠাম্মির বিরুদ্ধে দাঁড়িয়েছে। কিন্তু ঠাম্মি কিছুতেই তার নিয়ম ভাঙ’তে দেবে না। তাই সুধাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পরিকল্পনা করছে ঠাম্মি, যার আভাস আজকের পর্বে স্পষ্টভাবে ফুটে উঠেছে।
শুভ বিবাহ আজকের পর্ব ১৩ নভেম্বর এপিসোড | Subha Bibaho Today Episode 13th November
আজকের পর্বে দেখানো হয় তেজ নামের এক যুবক, যিনি সুধার কাছে বিস্কুটের অর্ডার নিতে আসে। সুধা সেই অর্ডারের বিস্কুট বানিয়ে প্যাকেট করতে ব্যস্ত। তেজ সুধাকে উদ্বিগ্ন দেখে জানতে চায়, ঠিক কি হয়েছে। সুধা জেঠুর বিষয়ে তাকে সব জানায়। তেজ রসিকতা করতে গিয়ে সুধাকে জেঠু নিয়ে বিভিন্ন কথা বলে যা শুনে সুধা প্রচণ্ড রেগে যায়। এরই মাঝে ঠাম্মি সুধার বানানো বিস্কুট খেয়ে আপ্লুত, কিন্তু তিনি জানেন না এই বিস্কুট সুধারই তৈরি।

ঠাম্মির বিস্কুটে মুগ্ধ হওয়ার মাঝেই নতুন বিপদের ইঙ্গিত মেলে। তেজ ও তার বাবার আচরণ সন্দেহজনক মনে হয় মেজ কাকার কাছে। ইমনের মা তাকে তেজের মেজ কাকার মোবাইলে একটি ভিডিও পাঠায়, যা দেখে তিনি স্তম্ভিত হয়ে যান। ভিডিওতে তেজের বাবাকে দেখা যায়, যিনি সুধাকে বিস্কুট বানানোর অর্ডার দেন। এতে মেজ কাকার সন্দেহ আরও বেড়ে যায়।
মেজ কাকা এবং ঠাম্মি এবার সুধার উপর নজরদারি বাড়াতে সোজা চলে যান বাগবাজারে সুধার দোকানে। সেখানে গিয়ে ঠাম্মি সুধাকে কাজ করতে দেখে অবাক হন। তারই বাড়ির সদস্য যার কাজকে অবজ্ঞা করেন, তার হাতে তৈরি বিস্কুট খেয়ে এতদিন মুগ্ধ ছিলেন! সুধার স্বাবলম্বী মনোভাব এবং সাহস দেখে ঠাম্মি হতবাক হয়ে যান।
আরও পড়ুন: হায় রে! ভরা সভায় মহাগুরু মিঠুন চক্রবর্তীর পকেটমারি, ঘোষণা করে কি উদ্ধার হল খোয়া যাওয়া পার্স?
আগামী পর্বে দেখা যাবে ঠাম্মি কি সিদ্ধান্ত নেন। সুধার প্রতি তার রাগ আরও বেড়ে যাবে, না কি তার কাজের প্রতি সম্মান প্রদর্শন করবেন?
খাকি টু সাফল্য পেতেই টলিউড ছেড়ে এবার বলিউডে মনোনিবেশ জিতের! টলিউডে আর পোষাচ্ছে না সুপারস্টারের?