হায় রে! ভরা সভায় মহাগুরু মিঠুন চক্রবর্তীর পকেটমারি, ঘোষণা করে কি উদ্ধার হল খোয়া যাওয়া পার্স?

তিনি বঙ্গদেশের গর্ব। তিনি এই বাংলায় জন্মানো এমন এক অভিনেতা যিনি বাংলা থেকে বিশ্ব জয় করেছেন। সম্মানিত হয়েছেন ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মানে। চলতি বছরেই তার হাতে উঠেছে দাদা সাহেব ফালকে পুরস্কার। এই অভিনেতা ১৯৭৬ সালে মৃণাল সেনের পরিচালনায় প্রথমবারের মতো তিনি পা রাখেন সিনেমা জগতে। তার অভিষেক হয় হিন্দি চলচ্চিত্র মৃগয়ার মধ্যে দিয়ে। বুঝতেই পারছেন কার কথা বলছি, তিনি সবার প্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)।

বাঙালি আবেগের অন্যতম নাম মিঠুন চক্রবর্তী। তবে শুধুমাত্র বাংলায় নয়, সম্পূর্ণ নিজের প্রচেষ্টায়, কঠিন পরিশ্রমে বলিউডেও নিজের স্থায়ী আসন প্রতিষ্ঠা করেছেন এই অভিনেতা। আজও বাংলা থেকে হিন্দি সব জায়গাতেই দাপটের সঙ্গে কাজ করে চলেছেন এই বর্ষীয়ান অভিনেতা। তিনি যাকে বলে জাত শিল্পী। যে কাজই করেন তাতে সোনা ফলান। আর এবার ভরা সভায় এই শিল্পীরই হল পকেটমারি! বলেন টা কি

আজ্ঞে হ্যাঁ, আসলে অভিনেতা হওয়ার পাশাপাশি সফল রাজনীতিক অভিনেতা মিঠুন চক্রবর্তী। বিজেপির অন্যতম নেতা তিনি। সম্প্রতি একটি রাজনৈতিক সভায় যোগ দিয়েছিলেন তিনি। আর সেখানেই তার সঙ্গে ঘটে যায় এই ঘটনা। ডিস্কো ডান্সারকে হাতের সামনে পেয়ে তার পকেট মারতে ভুল করেনি দুঁদে পকেটমার। আসলে ধানবাদের নির্বাচনী প্রচারে যোগ দিয়েছিলেন মহাগুরু। আর সেখানেই খোয়া যায় তার মানিব্যাগ।

গতকাল অর্থাৎ মঙ্গলবার ধানবাদ জেলার নিরসায় নির্বাচনী প্রচারে যান মিঠুন চক্রবর্তী। সেখানে তিনি বিজেপি প্রার্থী অপর্ণা সেনগুপ্তর জন্য প্রচারে গিয়েছিলেন। সভাটি ছিল নির্সায়। অভিযোগ উঠেছে মিঠুনের সভায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না। মিঠুন চক্রবর্তীকে দেখে চারপাশে ভিড় জমে যায়। সেই ভিড় সামলাতে হিমসিম খান মিঠুনের দেহরক্ষীরা।আর তখন‌ই তার পকেটমারি হয়।

আরও পড়ুন: মহাপর্ব রাঙামতিতে! লগ্নভ্র’ষ্টা হওয়ার আগেই রাঙাকে বিয়ে করবে একলব্য, জমজমাট আজকের পর্ব

সেই সময় মঞ্চে উঠে মহাগুরু দেখেন, তাঁর পকেটে মানিব্যাগ নেই। এই ঘটনার কথা জানাজানি হতেই বিজেপি নেতারা মঞ্চ থেকে মানিব্যাগ ফিরিয়ে দেওয়ার জন্য আবেদন করে মাইকিং করেন। সেই সময় এক নেতা ঘোষণা করে বলেন, এটা নির্সার সংস্কৃতি নয়। যিনি মিঠুনদার মানিব্যাগ নিয়েছেন, তিনি যেন তা ফেরত দেন। যদিও সেই মানিব্যাগ মেলেনি বলেই খবর।

You cannot copy content of this page