নতুন রূপে, নতুন গল্পে, স্টার জলসায় আসছে ‘বুলেট সরোজিনী’ (Bullet Sarojini)। টেলিপ্রেমীদের নজর কাড়তে বুধবার চ্যানেল প্রকাশ করল ধারাবাহিকের প্রথম প্রোমো। এখানে একসঙ্গে থাকছে অ্যাকশন, থ্রিলার আর প্রেমের ত্রিকোণ সমীকরণ। মুখ্য চরিত্রে রয়েছেন ‘দিয়া বসু’ (Diya Basu), ‘অর্ণব বন্দ্যোপাধ্যায়’ (Arnab Banerjee) এবং ‘অভিষেক বীর শর্মা’ (Abhishek Veer Sharma) । সঙ্গে বড় চমক হিসেবে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী ‘শ্রীময়ী চট্টোরাজ’ও (Sreemoyee Chattoraj)।
যদিও এখনো ধারাবাহিকটির সময়সূচি চূড়ান্ত হয়নি, তবে প্রোমোতেই বাজিমাত করেছে ‘বুলেট সরোজিনী’। শুরুতেই দেখা যায়, বাইকে স্টার্ট দিচ্ছে সাহসী এক তরুণী, সরোজিনী। শৈশবে মা-বাবাকে খুন হতে দেখার পর ভাই-বোন হারিয়ে সে বড় হয়েছে কাকা-কাকিমার কাছে। কিন্তু সেখানে ভালোবাসার বদলে মেলে টাকার বিনিময়ে আহার। এই বাস্তবের সঙ্গে জুড়ে রয়েছে অতীতের কিছু গোপন রহস্য। সেইসঙ্গে একটি সাংবাদিকতার চাকরির স্বপ্ন—যার জন্য সে কিছু একটা লুকিয়ে রাখে লেটার বক্সে।
জীবনের এই কঠিন যাত্রাপথেই সরোজিনীর সামনে আসে প্রেম এবং নতুন চ্যালেঞ্জ। নাটকের মোড় নেয় আরেকদিকে, যখন দর্শকের সামনে আসে অর্ণবের চরিত্র। বই উপহার দিয়ে সে সরোজিনীর কাছে মনের কথা জানাতে চায়। কিন্তু তখনই ফোন আসে সরোজিনীর কাছে, যা পাল্টে দেয় মুহূর্তটির অনুভব। ফোনের ওপার থেকে ব্যক্তিটি বলে, নিজের মা-বাবার খুনের প্রতিশোধ নিতে আর হারানো ভাই বোনকে খুঁজে পেতে,
সরোজিনীকে তাকেই বিয়ে করতে হবে যাকে সেই ব্যক্তি খুঁজে দেবে। এখানেই যুক্ত হয় প্রেমের ত্রিকোণ ছায়া। রাগিনী চ্যাটার্জীর ছেলে, রণদেব চ্যাটর্জীর বউ হয়ে আসে সরোজিনী। যেখানে অভিষেক বীর শর্মার উপস্থিতি আনতে পারে সম্পর্কের নতুন এক টানাপোড়েন। বাস্তব, সম্পর্ক আর কৌতূহলের ভেতর দিয়ে গড়ে উঠছে এই ধারাবাহিকের মূল কাঠামো। প্রসঙ্গত নায়িকা দিয়াকে আগেও দেখা গিয়েছে ‘ক্যানিংয়ের মিনু’, ‘হৃদয়হরণ বিএ পাস’-এর মতো ধারাবাহিকে।
অর্ণবও টেলিভিশনের পরিচিত মুখ, ‘আলতা ফড়িং’-এ ব্যাঙ্ক বাবুর চরিত্রে প্রশংসা কুড়িয়েছেন। অভিষেক বীরের পাশাপাশি শ্রীময়ীরও উপস্থিতি বাড়িয়ে তুলবে ধারাবাহিকের গ্ল্যামার ও অভিনয়ের গভীরতা। শোনা যাচ্ছে, শ্রীময়ী অভিনয় করছেন দিয়ার শাশুড়ি রাগিনী চ্যাটার্জীর ভূমিকায়, সেখানে তাকে দৃঢ়ভাবে বীণা বাজাতে দেখা গিয়েছে। সম্ভবত এই চরিত্র হতে চলেছে অত্যন্ত কঠোর ও অহংকারী। মেয়ের জন্মের মাত্র পাঁচ মাস পর শ্রীময়ীর এমন চরিত্রে কামব্যাকে দেখার আগ্রহ বাড়ছে দর্শকদের।
আরও পড়ুনঃ “চা কিংবা কফি দিয়ে উদ্যাপনেই আমি খুশি।” —বললেন ভিডিয়ো বৌমা’র নতুন পরিচালক রূপক দে, ভিক্টোর চেয়ারে বসতেই শান্ত সুরেই কটাক্ষ! ঋ’র জায়গায় এলেন কে?
সব মিলিয়ে ‘বুলেট সরোজিনী’ শুধু একটি সাধারণ ধারাবাহিক নয়, এটি সাহস, স্মৃতি, ভালোবাসা এবং অতীতকে আগলে রেখে প্রতিশোধ আর পুনর্জন্মের গল্প! যদিও এটির স্লট এখনো ঘোষণা হয়নি, তবে জোর গুঞ্জন, ‘শুভ বিবাহ’ শেষ করে এই ধারাবাহিকটি জায়গা নিতে পারে রাত সাড়ে ১০টার স্লটে। অথবা ‘কথা’র সময় বদলে গিয়ে জায়গা করে দেবে ‘বুলেট সরোজিনী’-কে, এই নিয়েই এখন জলসার অন্দরে চরম চর্চা।