টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘শুভ বিবাহ’ শেষ হতে চলেছে। স্টার জলসার এই জনপ্রিয় ধারাবাহিকটি মনোরঞ্জন করেছে অনেক দর্শকের। তেজ-সুধা জুটি ছিল তাঁদের চোখের মনি। দর্শকদের প্রিয় এই শোটি তার চমকপ্রদ গল্প এবং চরিত্রের অভিনয়ের মাধ্যমে বহুদিন ধরে দর্শকদের মনোরঞ্জন করেছে। তবে, সমস্ত সুন্দর জিনিসের যেমন একটি শেষ থাকে, তেমনি এই ধারাবাহিকও কি তার যাত্রা শেষ করছে?
রাত ৯ টার স্লটে দেখা যেত শুভ বিবাহ, কিন্তু জানা গেছে এর জায়গায় খুব শিগগিরই আসতে চলেছে নতুন ধারাবাহিক ‘চিরসখা’। নতুন এই ধারাবাহিকটি প্রেম, বন্ধুত্ব এবং পারিবারিক সম্পর্কের উপর ভিত্তি করে নির্মিত। প্রোমোতে ইতিমধ্যেই দর্শকদের সামনে তুলে ধরা হয়েছে গল্পের এক ঝলক, যা অনেকের মনে কৌতূহল সৃষ্টি করেছে।
‘চিরসখা’-তে দেখানো হবে দুই বন্ধুর সম্পর্কের অটুট বন্ধন, তাদের মধ্যেকার টানাপোড়েন এবং জীবনের চ্যালেঞ্জগুলির সাথে তাদের লড়াই। নতুন ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে থাকছেন টেলিভিশনের কিছু পরিচিত মুখ, যারা তাদের অভিনয় দক্ষতার মাধ্যমে চরিত্রগুলিকে জীবন্ত করে তুলবেন।
দর্শকদের আশা, ‘চিরসখা’ ঠিক তেমনই সাফল্য অর্জন করবে যেমনটা ‘শুভ বিবাহ’ করেছিল। নতুন ধারাবাহিকটি পরিবারে দর্শকদের একত্রিত করে আনন্দ দিতে সক্ষম হবে বলেই প্রযোজনা সংস্থা আশাবাদী। এখন দেখার পালা, ‘চিরসখা’ দর্শকদের মন কতটা জয় করতে পারে।
আরও পড়ুনঃ নস্টালজিয়া উস্কে ফের স্টার জলসার পর্দায় ফিরছেন ‘সেদিন দুজনে’ খ্যাত ধারাবাহিকের নায়িকা
জানা গেছে শেষ হচ্ছে না শুভ বিবাহ, বরং পাল্টে যাচ্ছে দেখার সময়। রাত ৯ টার স্লটে চিরসাকা আসতে চলেছে সেই খবর ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। এখন দর্শকদের প্রশ্ন ছিল তাহলে কি তাদের প্রিয় ধারাবাহিক শুভ বিবাহ শেষ হতে চলেছে? না শেষ হচ্ছে না শুভ বিবাহ, ২৭ শে জানুয়ারি থেকে রাত ১০:৩০ টায় দেখা যাবে শুভ বিবাহ। এই খবর সামনে আসতেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে শুভ বিবাহের ভক্তরা।