গীতা এলএলবি-তে নায়ক বদল? স্বস্তিকের চরিত্রে আর দেখা যাবে না কুনাল শীলকে?

স্টার জলসার ‘গীতা এলএলবি’ (Geeta LLB) ধারাবাহিকের কোর্টরুম ড্রামা আর ইমোশন-ভরা প্রতিটা পর্ব দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছে। গল্প যত এগোচ্ছে, ততই জমে উঠছে গীতা (Hiya Mukherjee) আর স্বস্তিক (Kunal Shil) এর সম্পর্ক। টিআরপি তালিকায় বেস ভালোই রান করছে গীতা। তবে এর মধ্যেই ধারাবাহিকপ্রেমীদের মধ্যে ছড়িয়েছে চাঞ্চল্য। সমাজ মাধ্যমে ঘুরছে এক নতুন চেহারা, যিনি নাকি এখন থেকে ‘গীতা এলএলবি’-তে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা দেবেন।

প্রশ্ন উঠছে— স্বস্তিক মুখার্জির চরিত্রে কি বদল আসছে? এই নতুন মুখের ছবি ঘিরে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে চর্চা। ফ্যানপেজ, ইনস্টাগ্রাম, ফেসবুক— সর্বত্রই একটাই প্রশ্ন, ধারাবাহিকের সবচেয়ে প্রিয় চরিত্র, স্বস্তিক কি তাহলে অন্য অভিনেতার হাতে তুলে দেওয়া হচ্ছে? এতদিন ধরে কুনাল শীল যেভাবে চরিত্রটিকে জীবন্ত করে তুলেছেন, তাতে এমন বদল অনেকেরই মন খারাপ করে দিয়েছে। অনুরাগীরা বলছেন চরিত্রে পরিবর্তন আসলে ধারা ব্যাক্তি দেখা বন্ধ করে দেবেন।

স্বস্তিক-গীতার রসায়নই ‘গীতা এলএলবি’-র প্রাণ। তবে চরিত্রের লুকে বা অভিব্যক্তিতে এই হঠাৎ পরিবর্তন দর্শক কতটা মেনে নেবেন, সেটাই এখন বড় প্রশ্ন। কেউ কেউ বলছেন, নায়ক বদলের পেছনে হয়তো গল্পের নতুন বাঁক কাজ করছে। আবার কেউ বলছেন, হয়তো প্রযোজনা সংক্রান্ত কিছু অভ্যন্তরীণ কারণ রয়েছে। অনেকেই বলছেন স্বস্তিকের চরিত্র পরিবর্তন হলে জুটিতে আর দম থাকবে না, আর ধারাবাহিকটিও চলবে না বেশিদিন।

তবে চমক এখানেই। বাস্তবে কিন্তু স্বস্তিক চরিত্রে কোনও বদল আসছে না। কুনাল শীলই থাকছেন তাঁর জায়গায়। পরিবর্তন হচ্ছে ধারাবাহিকের অন্য এক গুরুত্বপূর্ণ চরিত্র ‘অঙ্কিত’-এর। এই চরিত্রে এতদিন যিনি অভিনয় করছিলেন, তার জায়গায় আসছেন নতুন অভিনেতা শুভ্রজিৎ সাহা। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটি সেই নতুন ‘অঙ্কিত’-এর, যদিও চ্যানেল কর্তৃপক্ষ এখনো এই বিষয় করেননি।

আরও পড়ুনঃ সত্যিকারেই হয়ে গেছে ডিভোর্স! প্রকাশ্যে কোর্ট অর্ডার, তবে কি ইমেজ বাঁচাতে বউকে দিয়ে ডিভোর্সের পোস্ট ডিলিট করালেন সুদীপ মুখার্জি?

সুতরাং যাঁরা ‘স্বস্তিক’ বদলের খবরে চিন্তিত হয়ে পড়েছিলেন, তাঁদের জন্য সুখবর— এই চরিত্রের লুকে কোনও পরিবর্তন আসছে না। তবে নতুন ‘অঙ্কিত’কে নিয়ে গল্প কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার। জানতে চাইলে অবশ্যই চোখ রাখতে হবে শুধুমাত্র স্টার জলসায় সোম থেকে রবি ঠিক সন্ধ্যা ৬:৩০ টায়, গীতা এলএলবি-তে।