চিরাচরিত যমজ বোনের গল্পকে নতুন মোড়কে সাজিয়ে স্টার জলসা (Star Jalsha) গত বছরের শেষদিকে নিয়ে এসেছিল নতুন ধারাবাহিক ‘দুই শালিক’ (Dui Shalik)। এক ঝাঁক পরিচিত মুখ যেমন তিতিক্ষা দাস (Titiksha Das) , নন্দিনী দত্ত (Nandini Dutta) , অর্কপ্রভ রায় (Arkaprovo Roy) এবং সায়ন বসুকে (Sayan Bose) নিয়ে শুরু হয় এই ধারাবাহিক। গল্পে থাকা নতুনত্ব, ধারাবাহিকের গতিময়তা এবং চরিত্রদের গভীরতা প্রথম থেকেই দর্শকের নজর কেড়েছে সকলের।
যদিও টিআরপি (TRP) তালিকায় ধারাবাহিক তেমন দাগ কাটতে পারেনি, তবে ‘দেবা-আঁখি’ (Deba-Ankhi) কিংবা ‘ঝিলিক-গৌরব’ (Jhilik-Gaurab) —এই জুটিগুলোর জনপ্রিয়তা ক্রমশ বেড়েছে। অনেক দর্শকই মনে করেন, বিকেল সাড়ে পাঁচটার পরিবর্তে প্রাইম টাইমে সম্প্রচার হলে ‘দুই শালিক’ অনায়াসে বেঙ্গল টপার হতো। তবে সম্প্রতি ধারাবাহিকে এমন এক চমক এসেছে আর সেখানে যা দেখা যাচ্ছে, যা নিয়ে সমাজ মাধ্যমে জোর জল্পনা— গৌরব অর্থাৎ সায়ন বসু কোথায়?
ধারাবাহিকে ‘গৌরব’ চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন সায়ন। তবে বর্তমানে ধারাবাহিকের একাধিক গুরুত্বপূর্ণ পর্বেও তাঁকে আর দেখা যাচ্ছে না। শুধু তাই নয়, গল্পেও তাঁর চরিত্রের কোনও উল্লেখ মিলছে না আর। একদম আচমকাই যেন গৌরব হারিয়ে গেছেন পর্দা থেকে। এই অনুপস্থিতি নিয়ে দর্শকমহলে যেমন প্রশ্ন উঠেছে, তেমনই শোরগোল শুরু হয়েছে সমাজ মাধ্যমে অনুরাগীদের মধ্যেও। অনেকেই বলছেন, এটা নিছকই চরিত্রের বিরতি নয়, বরং পেছনে রয়েছে ব্যক্তিগত টানাপোড়েন।
শোনা যাচ্ছে, সহ-অভিনেত্রী নন্দিনী দত্তের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের অবনতি হয়েছে সায়নের। এক সময় যাঁদের একসঙ্গে রিল বানানো, ফটো শ্যুট, অ্যাওয়ার্ড শো-তে উপস্থিতি ছিল একদম নজরকাড়া, হঠাৎ করেই সবকিছু যেন থেমে গিয়েছে। জলসা অ্যাওয়ার্ডস-এর ছবি, রিল—সবই মুছে ফেলেছেন নন্দিনী ইতিমধ্যে। এমনকি বিগত কিছুদিনের পর্বে দুজনকে একসঙ্গে দেখা যায়নি, যতটা দেবা ও আঁখিকে দেখা গিয়েছে। এক সময় যাঁদের কেমিস্ট্রি ছিল দর্শকের কাছে অনবদ্য, এখন তাঁদের মধ্যে দূরত্ব স্পষ্ট।
এই পেশাগত ও ব্যক্তিগত টানাপোড়েনের প্রভাব কি তাহলে পড়েছে ধারাবাহিকেও? দর্শকের প্রশ্ন, সায়ন কি ‘দুই শালিক’ ছেড়ে দিলেন? নাকি সাময়িক বিরতি নিয়ে গল্পে ফিরবেন কোনও বড় চমক নিয়ে? তবে কি এবার গৌরব চরিত্রের মুখ বদল হতে চলেছে? এতদিনের জনপ্রিয় একটি চরিত্রের এমন গায়েব হয়ে যাওয়া নিয়ে জলসা কর্তৃপক্ষের পক্ষ থেকেও কোনও অফিশিয়াল বক্তব্য আসেনি এখনও। ফলে কৌতূহল আরও বাড়ছে, দর্শকমহলে।
আরও পড়ুনঃ ছদ্মবেশী পারুলকে ধরে ফেলল রায়ান! পারুলের মুখে পুলিশের কথা শুনেই ভয় পেল সে! ন্যাড়া গোয়ালের পারুল কী পারবে নিজেকে নির্দোষ প্রমাণ করতে?
সব মিলিয়ে এখন ‘দুই শালিক’-এ চলছে গল্পের নানান চমক। তবে গৌরবের অনুপস্থিতি যেন গল্পের ভেতরে একটা ফাঁকা জায়গা তৈরি করে দিয়েছে। তাঁর অনুরাগীরা মুখিয়ে আছেন, কবে ফিরবেন প্রিয় চরিত্র, আবার দেখা যাবে ‘ঝিলিক-গৌরব’-এর সেই পুরনো রসায়ন। তবে তার জন্য আপাতত শুধু অপেক্ষাই ভরসা। আপনাদের কি অনুমান, জানতে ভুলবে না কিন্তু!