এই মুহূর্তে বাংলা বিনোদন চ্যানেলের ধারাবাহিকগুলিতে টিআরপি (TRP) তালিকায় স্থান খুবই গুরুত্বপূর্ণ। তালিকায় স্থানচ্যুতি হলেই বিদায় ঘণ্টা বেজে যাচ্ছে নতুন পুরোনো ধারাবাহিকের। কারণ এখনকার ধারাবাহিক আগেকার মতো বছর পর বছর চলে না। টিআরপির একটু উপর-নীচে হলেই হচ্ছে স্লট বদল। কোনো কোনো ক্ষেত্রে বন্ধ হয়ে যাচ্ছে পুরোনো ধারাবাহিক।
ইতিমধ্যেই বেশ কিছু ধারাবাহিক শুরু হয়ে শেষও হয়ে গিয়েছে। স্টার জলসা, জি বাংলা বা কালার্স বাংলা সর্বত্র এক দৃশ্য। পুরোনো ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ার কারণে বদলে আসছে নতুন ধারাবাহিক। তাই টিআরপি কম্পিটিশন অনেক বেড়েছে। তাই টিআরপি ধরে রাখতে গল্পে আসছে নতুন নতুন টুইস্ট।
দিনকয়েক আগেই খবর ছিল সান বাংলায় আসছে নামী প্রযোজনা সংস্থার নতুন ধারাবাহিক। ‘শ্রীকৃষ্ণ ভক্ত মীরা’, ‘মেয়েবেলা’-র পর এই ফের ছোট পর্দায় প্রযোজনা করছে সুরিন্দর ফিল্মস। এই দুটি ধারাবাহিক দর্শক মহলে জনপ্রিয় হলেও, টিআরপিতে যুতসই স্থান পায়নি।
তবে এবার স্টুডিও পাড়া সূত্রে খবর, সান বাংলায় আসছে সুরিন্দর ফিল্মসের নতুন ধারাবাহিক ‘শীতলা’। এই ধারাবাহিকের পার্বতীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে স্টার জলসার এককালীন জনপ্রিয়ত ধারাবাহিক ‘ইষ্টি কুটুম’-এর বাহাকে। অর্থাৎ, আসন্ন এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীকে।
‘ইষ্টি কুটুম’ ছাড়াও পর্দার বাহামণিকে দেখা গিয়েছিল একাধিক বাংলা ধারাবাহিকে। জি বাংলার ‘বিকেলে ভোরের ফুল’-এ নায়িকার ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। শেষ তাঁকে দেখা গিয়েছিল কালার্স বাংলার ‘ত্রিশূল’ ধারাবাহিকে। আর এবার সুরিন্দর ফিল্মসের আসন্ন ধারাবাহিকে দেখা যাবে মা শীতলার ভূমিকায় দেখা যাবে বাহামণিকে।