গত বছরের মাঝামাঝি শেষ হয়ে গিয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠিঝোরা’ (Mithijhora)। তবে পর্দা থেকে গল্প বিদায় নিলেও দর্শকের মনে এখনও রয়ে গিয়েছে তিন বোনের সেই যাত্রা, বিশেষ করে ছোট বোন স্রোতস্বিনী আর স্বার্থকের সম্পর্ক। ধারাবাহিক শেষের পরেও বারবার আলোচনায় ফিরেছেন স্রোতস্বিনী চরিত্রে অভিনয় করা ‘স্বপ্নীলা চক্রবর্তী’ (Swapnila Chakraborty)। সেই কারণেই নতুন করে গুঞ্জন শুরু হয়েছে, ছোটপর্দায় আবার কি তবে ফিরছেন স্বপ্নীলা? দর্শকের কৌতূহল উসকে দিয়েছে তাঁর সাম্প্রতিক কিছু উপস্থিতি ও কাজের খবর।
প্রসঙ্গত, ‘মিঠিঝোরা’ চলাকালীন স্বপ্নীলা আর মৈনাক ঢোলের অনস্ক্রিন রসায়ন যেমন নজর কেড়েছিল, তেমনই অফস্ক্রিন বন্ধুত্বও আলাদা করে আলোচনায় উঠে এসেছিল। একে অপরকে নিয়ে খুনসুটি, দুষ্টুমি আর খোলামেলা মন্তব্য মিলিয়ে এই জুটিকে ঘিরে দর্শকের আগ্রহ ছিল বরাবরের মতোই তুঙ্গে। কখনও স্বপ্নীলা মৈনাকের দুষ্টুমির অভিযোগ করেছেন, আবার কখনও প্রশংসা। এই স্বাভাবিক বন্ধুত্বই হয়তো তাঁদের সম্পর্ককে আরও বিশ্বাসযোগ্য করে তুলেছিল পর্দায়।
ধারাবাহিক শেষ হওয়ার পরেও দর্শক কিন্তু এই জুটিকে ভুলে যাননি। সমাজ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে এখনও অনেকেই অনুরোধ করেন আবার একসঙ্গে দেখতে পাওয়ার। সেই ইচ্ছেরই প্রতিফলন ঘটিয়ে, একেবারে অন্য আঙ্গিকে ফিরেছিল এই জুটি গত বছরের শেষে। কোনও নতুন সিরিয়াল বা ছবিতে নয়, বরং একটি মিউজিক ভিডিও ‘সিম্ফনি’তে। এই মিউজিক ভিডিওর প্রচার উপলক্ষে বিভিন্ন সাক্ষাৎকারেও উঠে এসেছিল তাঁদের সেই চেনা বন্ধুত্বের রং।
আরও পড়ুনঃ রাজ্য সরকারের ‘উন্নয়নের পাঁচালি’ শোনাতে, রঞ্জিত মল্লিকের বাড়িতে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়! মল্লিকবাড়িতে সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ঘিরে প্রাণবন্ত আলোচনা! শাসকদলে বর্ষীয়ান অভিনেতার যোগদান ঘিরে তুঙ্গে চর্চা!
এই মুহূর্তগুলোই নতুন করে দর্শকের মনে জুটিকে দেখার আগ্রহ বাড়িয়ে দিয়েছিল। তবে শুধু মিউজিক ভিডিওতেই নয়, এবার সত্যিই ছোটপর্দায় ফিরছেন স্বপ্নীলা! তাঁকে দেখা যাবে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘গৃহপ্রবেশ’-এ। গল্পে এসেছে বেশ কয়েক বছরের লিপ, আর সেখানেই গুরুত্বপূর্ণ মোড়ে হাজির হচ্ছেন তিনি। ধারাবাহিকের নায়িকা শুভলক্ষ্মীর মেয়ের চরিত্রে অভিনয় করতে চলেছেন স্বপ্নীলা। নতুন চ্যানেল, নতুন গল্প আর একেবারে আলাদা চরিত্র মিলিয়ে, ছোটপর্দায় তাঁর এই প্রত্যাবর্তন নিয়ে দর্শকের প্রত্যাশা যে বেশ উঁচুতে, তা বলাই যায়।






