দীপা থেকে সুদীপা! তিন বছরের অভ্যাস ভাঙতে হয়েছে এক মুহূর্তেই! দর্শক থেকে বাড়ির লোক নতুন চরিত্রে কেউই মেনে নিতে পারছেন না স্বস্তিকাকে! অস্বস্তিতে ‘অনুরাগের ছোঁয়া’-য় ‘সুদীপা’!

বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’-য় (Anurager Chhowa) তিন বছর ধরে ‘দীপা’ চরিত্রে অভিনয় করেছেন ‘স্বস্তিকা ঘোষ’ (Swastika Ghosh)। শ্যামবর্ণা এই চরিত্রের মাধ্যমে তিনি ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন, দর্শকও তাঁকে সেই রূপেই চিনে এসেছেন। হঠাৎ করেই নতুন রূপে ফিরেছে ধারাবাহিক, সেই সঙ্গে তিনিও ফিরেছেন দীপার নাতনি ‘সুদীপা’ রূপে। চরিত্রের পরিবর্তনের সঙ্গে গায়ের রঙের বদলটাও চোখে পড়ার মতো।

একেবারে ধবধবে ফর্সা চেহারায় পর্দায় আসা, স্বস্তিকার নিজের কাছেই প্রথমে বেশ অস্বস্তিকর মনে হয়েছিল। স্বস্তিকার কথায়, তিন বছর ধরে একভাবে নিজেকে গড়ে তুলেছিলেন, মেকআপের মাধ্যমে রঙ ঢেকে প্রতিদিন ১৪ ঘণ্টা ধরে এক চেহারাকে টিকিয়ে রাখতে হয়েছে। হঠাৎ করে সেই সব বন্ধ হয়ে যাওয়ায় এবং আয়নায় নিজের স্বাভাবিক চেহারা ফিরে পাওয়ায় মানিয়ে নিতে সময় লেগেছে। অভিনেত্রী নিজেই বলেছেন, “প্রথম প্রথম নিজের প্রতিচ্ছবি দেখে চমকে উঠতাম।

মনে হতো অন্য কাউকে দেখছি। তবে ধীরে ধীরে অভ্যাস বদলাচ্ছে, এখন আর আগের মতো অস্বস্তি নেই।” এদিকে অভিনেত্রীর অভিজ্ঞতা বলছে, দর্শকের কাছে রঙের পার্থক্য এতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠেনি। বরং তাঁরা এখনও ‘দীপা’-কেই খুঁজছেন। নতুন চরিত্রে অভিনয় করলেও অনুরাগীদের চোখে তিনি আগের মতোই রয়ে গেছেন। এমনকি স্বস্তিকার পরিবারও এই রূপান্তর মেনে নিতে পারেননি প্রথমে। বাড়ির লোকেরাও নাকি আগের চরিত্রটাই দেখতে বেশি পছন্দ করেন।

ফলে এক ধারাবাহিকে দুটি ভিন্ন চরিত্রে অভিনয় তাঁর কাছে মানসিক পরীক্ষার সমান। তবে এই পরিবর্তন নিয়ে কোনও আক্ষেপ নেই তাঁর। স্বস্তিকা স্পষ্ট জানিয়েছেন, গায়ের রঙ নিয়ে তাঁর কোনও মাথাব্যথা নেই। বাস্তবে তিনি যেমন, পর্দায় তেমনই আসতে প্রস্তুত। রঙ নিয়ে সামাজিক টানাপোড়েনের কথাও তুলেছেন তিনি। অভিনেত্রীর মতে, “একুশ শতকেও যদি মানুষ গায়ের রঙ নিয়ে বিতর্কে জড়ায়, তবে সেটা ভীষণ লজ্জার বিষয়।”

আরও পড়ুনঃ নেটিজেনের বংশ আর জন্মপরিচয় নিয়ে প্রশ্ন তুললেন শ্রীময়ী! স্বামী কাঞ্চনকে নিয়ে অ’শ্লীল মন্তব্যে ক্ষুব্ধ স্ত্রী! কটুক্তিকারীদের বিরুদ্ধে সরাসরি আইনের দ্বারস্থ এবার! কী এমন হয়েছে যাতে রণংদেহি কাঞ্চনপত্নী?

তিনি আরও বলেছেন, “যদি ফর্সা-কালো নিয়ে এতই ভাবতাম, তবে ‘দীপা’ চরিত্রে অভিনয়ই করতাম না।” উল্লেখ্য, ‘অনুরাগের ছোঁয়া’র নতুন প্রজন্মে স্বস্তিকার বিপরীতে অভিনয় করছেন রাহুল মজুমদার আর সঙ্গে রয়েছেন তিয়াসা লেপচা। দর্শকরা এখনও ‘কালো’ দীপাকে ভুলতে নারাজ, কিন্তু স্বস্তিকার কাছে চরিত্রই আসল, রঙ নয়। আর এই মনোভাবই তিনি আবার শুরু করেছেন একদম শূন্য থেকেই, এবং আশা রাখছেন ভবিষ্যতে এই চরিত্রও সমান জনপ্রিয়তা পাবে।