দু’র্ঘটনার কবলে অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়! তেঁতুলপাতায় হ‌ইচ‌ই কান্ড

বাংলা টেলিভিশনের (Bengali Television) পর্দায় একের পর এক ধারাবাহিক আসছে আর যাচ্ছে। এর মধ্যে কিছু কিছু ধারাবাহিক বাঙালি দর্শকদের মনে দারুণ জনপ্রিয়তা অর্জন করেছে। যদিও টিআরপি তালিকায় সেই সমস্ত ধারাবাহিক খুব বেশি নম্বর না পেলেও দর্শক মনে কিন্তু বেশ ভালো রকমের‌ই জনপ্রিয়তা অর্জন করেছে। আসলে অভিনেতা অভিনেত্রীদের অভিনয় দর্শকদের আকৃষ্ট করতে বাধ্য করে।

এই মুহূর্তে স্টার জলসার পর্দায় রমরমিয়ে চলছে ঝিল্লি ও ঋষিরাজের গল্প। লীনা গাঙ্গুলীর এই ধারাবাহিককে ঘিরে বিতর্ক থাকলেও ‘তেঁতুলপাতা’র প্রতিটা চরিত্রই কিন্তু দর্শকদের নজর কেড়েছে। হয়ে উঠেছে বাঙালির ঘরের মানুষ। ঝিল্লি ও ঋষিরাজ মন জিতেছে বাঙালির।

বলাই বাহুল্য, আর সেই কারণেই দর্শকমধ্যে অল্প দিনেই জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক।‌ হঠাৎই ঋষির সঙ্গে বিয়ে হয় ঝিল্লির, আচানক! হঠাৎ। আর হাঁড়ি মুখো ঋষি ঝিল্লিকে মনে মনে ভালবাসলেও সেই কথা মুখ ফুটে বলতে পারেনি। কিন্তু ঋষিকে মনে মনে ভালোবেসে ফেলেছে ঝিল্লি।

তবে এখন‌ও পর্যন্ত নিজের শাশুড়ির মন জয় করতে পারেনি ঝিল্লি। শাশুড়ির কথা রাখতে ঋষিকে ছেড়ে বেরিয়ে আসে সে। চ্যানেলের তরফে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানেই দেখা গেছে, ঋষির মা ঝিল্লিকে ঋষির জীবন থেকে চলে যাওয়ার জন্য অনুরোধ করে। আর ঋষির জীবন বাঁচাতে ঝিল্লি শাশুড়ির কথা রাখতে বাড়ি থেকে বেরিয়ে যায়।

আরও পড়ুন: কালীর সাজে মায়ের কোলে ‘গণেশ’! বিশেষ অভিজ্ঞতা শেয়ার করলেন অভিনেত্রী মধুবনী গোস্বামী

যদিও আসার সময় সে ঋষিকে একটি চিঠি লিখে আসে। আর চিঠি পড়ে ঋষি বুঝতে পারে ঝিল্লি বাড়ি ছেড়েছে। এরপর ঝিল্লির রাস্তা আটকে দাঁড়ায় ঋষি। ঝিল্লিকে জোর করে কোলে তুলে গাড়িতে বসায়। এরপর গাড়িতে শুরু হয় তাদের ঝগড়া।‌ এইসময় একটি বড় লরির সামনে এসে পড়ে তাদের গাড়ি। বড়সড় অ্যাক্সিডেন্ট হয়। ঘটনাস্থলেই বেহুঁশ হয়ে যায় ঋষি। ধারাবাহিকে কী হবে এবার?

You cannot copy content of this page