তোমাদের রানী ধারাবাহিক ছেড়ে চলে গেলেন এই ধারাবাহিকের প্রধান অভিনেতা! জানলে চমকে উঠবেন আপনিও

জি বাংলা (Zee Bangla ) হোক বা স্টার জলসা (Star Jalsha ) জনপ্রিয় এই দুই চ্যানেলেই একের পর এক এসে চলেছে নতুন নতুন সব ধারাবাহিক। আর সেই সমস্ত নতুন ধারাবাহিককে জায়গা করে দেওয়ার জন্য পুরনো ধারাবাহিককে সরিয়ে দেওয়া হচ্ছে। বলাই বাহুল্য নতুন ধারাবাহিকগুলোও কিন্তু প্রথম দর্শনেই বাজিমাত করছে।

আর নতুন ধারাবাহিক হিসেবে দিল জিতে নিয়েছে ধারাবাহিক তোমাদের রানী। এই ধারাবাহিকটি দর্শকদের কাছে ভীষণ জনপ্রিয়। বিশেষ করে এই ধারাবাহিকের একদম নতুন জুটি দর্শকদের মনে ধরেছে।

রানী-দুর্জয়ের গল্প দারুণভাবে দর্শকদের মনে ধরেছে। এই ধারাবাহিকের গল্প অনুযায়ী একজন হবু মায়ের নিজের স্বপ্নপূরণ এবং জীবন যুদ্ধের গল্প দেখানো হচ্ছে। একজন মেয়ে যে শুধুমাত্র একটি কাজ নয় একসঙ্গে সব কাজ করতে পারে সেটাই করে দেখানোর প্রতিজ্ঞা করেছে রানী।

আর সেটাই এখন এই ধারাবাহিকে দেখানো হচ্ছে। টেন্ট প্রযোজনা সংস্থার অধীনে সুশান্ত দাসের প্রযোজনায় স্টার জলসার পর্দায় চলা এই ধারাবাহিকটি টিআরপি তালিকাতেও দারুণ পারফর্ম করছে। এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় দুজন নবাগতকে দেখা যাবে। এই ধারাবাহিকে রানীর চরিত্রে অভিনয় করছেন নবাগতা অভিকা মালাকার এবং নায়ক দুর্জয়ের চরিত্রে অভিনয় করছেন নায়ক অর্কপ্রভ রায়। তাদের রসায়ন দর্শকদের মনে ধরেছে।

 

আর এবার এই ধারাবাহিক ছেড়ে দিলেন এই ধারাবাহিকের অন্যতম মূল চরিত্র রানীর বাবা। অভিনেতা অমিতাভ ভট্টাচার্য। আসলে রানীর বিয়ের পর থেকেই তার বাপের বাড়ির গুরুত্ব হারিয়েছে আর সেই কারণেই অভিনেতা অমিতাভ ভট্টাচার্যকে সুশান্ত দাস এই ধারাবাহিক থেকে সরিয়ে তার আসন্ন ধারাবাহিক বোধনে কাস্ট করেছেন। স্টার জলসায় আসতে চলেছে এই ধারাবাহিকটি।

তোমাদার রানী' সিরিয়ালের সম্পূর্ণ কাস্টিং, অভিনেতা-অভিনেত্রীদের নাম সহ আসল  পরিচয়

You cannot copy content of this page