Guddi: অনুজ স্বীকার করলো গুড্ডি তারই স্ত্রী তবু যুধাকে বিয়ে করতে রাজি হলো গুড্ডি! “অনুজের সঙ্গ দোষে পর’কীয়ার রোগ লেগে গেছে গুড্ডির”, আবার শুরু Troll

যত দিন যাচ্ছে গুড্ডি ধারাবাহিক ততই যেন একের পর এক নতুন খোলস খুলছে। শেষমেশ কোন দিকে মোড় ঘুরবে তাই দেখার অপেক্ষায় এখন দর্শক। এতদিন গুড্ডি এবং অনুজের মধ্যে বাধা হয়ে দাঁড়াচ্ছিল শিরিন। কিন্তু এবার শিরিন-গুড্ডি এবং অনুজের লাভ ট্রায়াঙ্গেলে এসেছে যুধাজিৎ। যুধাজিৎ-এর সঙ্গে বিয়ে ঠিক হয়েছে গুড্ডির। অন্যদিকে এই খবর শোনার পর থেকেই শিরিন বা অনুজ কেউই মেনে নিতে পারছে না এই বিয়ে। বিয়ে ভেঙে দিতে মরিয়া দুজনেই। আর অনু

সম্প্রতি একটি পর্বে দেখা গিয়েছে শিরিন অনুজের দাদা বৌদির কাছে এসেছে গুড্ডি নামে কান ভাঙাতে। কিন্তু তাতে কোনও লাভ হয়নি বরং তাকেই কথা শুনিয়ে দিয়েছে বৌদি। অন্যদিকে গুড্ডির বিয়ে হওয়ার কথা শুনে ভেঙে পড়েছে অনুজ। তবে তাতে গলেনি গুড্ডি। গুড্ডি তার সিদ্ধান্তের নড়চড় করবে না বলে জানিয়েছে। তবে গুড্ডি তার কাছে একটি শর্ত রাখে। সে বলে যদি অনুজ সবার সামনে দাঁড়িয়ে গুড্ডিকে ভালোবাসার কথা বলতে পারে এবং শিরিনকে ডিভোর্স দিতে পারে তাহলে এক সেকেন্ডে সে এই বিয়ে ভেঙে দেবে।

প্রথমদিকে এই কথা শোনার পরে অনুজ কিছুটা পিছিয়ে যায়। তবে শেষ পর্বে বিয়ের আগেরদিন অনুজ এসে সকলের সামনে কান্নায় ভেঙে পরে ও গুড্ডিকে ভালোবাসার কথা স্বীকার করে। এবং বলে যে গুড্ডি তার স্ত্রী! এরপর দর্শক মনে করেন হয়তো গুড্ডি শর্ত মতো এবার বিয়ে ভেঙে অনুজের কাছে ফিরে যাবে কিন্তু তা হয় না। গুড্ডি এরপরও যুধাজিৎ-কে বিয়ে করবে বলেই জানায়। যা শুনে অনুজ অবাক হয়। এই এপিসোডের পর দর্শকরা গুড্ডিকে খারাপ মেয়ে বলে বিচার করে কারণ সে তার কথা রাখেনি। অনেকেই বলেন, ‘গুড্ডি বদলে গেছে’। আবার অনেকে বলেন, ‘আবার হয়তো গুড্ডিও পরকীয়ায় জড়াবে!’ এটাও বলছে, ‘গুড্ডি অনেক বড় খেলোয়াড় সবাইকে খেলাচ্ছে!’

Guddi - Watch Episode 94 - Guddi Gets Berated on Disney+ Hotstar

তবে এখন সকলেই অপেক্ষায় পরের পর্বের জন্য। আদোও কি গুড্ডির সাথে যুধাজিৎ-এর বিয়ে হবে? নাকি অনুজের কাছে এবার ফিরে যেতে পারে গুড্ডি? সব ঠিক করে অনুজ কি শিরিনকে ডিভোর্স দিয়ে গুড্ডির সাথে পথ চলা শুরু করবে? নাকি আর কখনোই মিল হবে না অনুজ-গুড্ডির? এসবের উত্তর মিলবে পরবর্তী পর্বগুলোতে।

You cannot copy content of this page