নতুন বৌঠান ও স্বতন্ত্র’র জুটি নিয়ে ইদানীং বেশ আবার চর্চায় আসতে দেখা যাচ্ছে সিরিয়াল মহলে। স্টার জলসার চিরসখা ধারাবাহিক যেদিন থেকে শুরু হয়েছে প্রায় তবে থেকেই দেওর-বৌদির এক না বলা গভীর সম্পর্কের রসায়ন নিয়ে সমালোচকদের মধ্যে বারেবারে আলোচনা হয়েছে।
তবে, বর্তমানে গল্পে কমলিনী-স্বতন্ত্র’র ভুল বোঝাবুঝি কিছুটা মিটলেও, কমলিনীর সংসারে শুরু হয়েছে নতুন অশান্তি। প্রসঙ্গত, বর্ষা যেদিন থেকে বিয়ে করে বাবিনদের বাড়িতে এসেছে সেদিন থেকেই কোনো না কোনো অশান্তি লেগেই রয়েছে।
কিন্তু, সবকিছুর সহ্য করার একটা সীমা থাকে। আর সেই সহ্যের বাঁধ ভেঙে গিয়েছে ছোট্টো মিঠির। তাই, সে হয়ে উঠেছে এখন প্রতিবাদী। এমনকি, তাঁর বৌদিভাইয়ের বিয়ের আগের নানা কীর্তিকলাপ একে একে ফাঁস করছে বাড়ির সকলের সামনে, যা শুনে অবাক হয়ে যাচ্ছে বুবলাই। চিরসখা ধারাবাহিকের একটি দৃশ্যতে দেখা যাচ্ছে, মিঠি বর্ষার মা এবং বাড়ির সবার সামনে বৌদিভাইয়ের বিয়ের আগের সম্পর্কের কথা বলছে।
এই বাড়িতে বর্ষা বউ হয়ে আসার পর থেকেই কোমলিনী থেকে শুরু করে মিঠি, বাবিন সকলকে নানাভাবে অপমান করেছে। তবে, আজ মিঠি একাই সেই সব অপমানের বদলা নিচ্ছে। পুরো পরিবার কমলিনীর পাশে থাকলেও মিঠির প্রতিবাদী চরিত্র বেশ নজর কাড়ছে দর্শকদের।
আরও পড়ুনঃ মৌসুমীকে দেখলেই মুখ ঘুরিয়ে নিতেন রেখা! হিংসায় জ্বলতেন, এতদিন পর বিস্ফোরক অভিযোগ অভিনেত্রীর!
এক কথায় বলা যায়, বাড়ির সবথেকে ছোটো সদস্য হয়েও এভাবে মায়ের পাশে দাঁড়ানো সত্যিই প্রশংসনীয়। এই ধারাবাহিকে একদিকে যেমন দেখা যাচ্ছে রংহীন-ইচ্ছাহীন বিধবা মহিলা আজীবন উজাড় করে সংসারের জন্য খেটে যাচ্ছে আবার অন্যদিকে দেখা যাচ্ছে বিধবা নারীরই মেরুদন্ড হয়ে উঠছে তাঁরই সন্তানেরা। এক কথায়, মিঠি এই গল্পে পার্শ্ব চরিত্র হলেও আজকের দিনে কথায় কতটা প্রতিবাদ করা উচিত তা কমলিনীর মেয়ের থেকে শিখতেই হবে।