সেরা জুটির তকমা পেল ‘সোনা-রুপা’! অভিষেক কন্যা সাইনা প্রথম ধারাবাহিকেই পেল পুরস্কার

স্টার জলসা (Star Jalsha), বাংলার বিনোদন জগতের অন্যতম উল্লেখযোগ্য চ্যানেল। বিনোদন দুনিয়ার প্রায় প্রতিটা চ্যানেলেই এক একটা ধারাবাহিক নিয়ে তৈরি হয় একটা গোটা পরিবার। তাই প্রতি বছর এই চ্যানেলে পালন হয় স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড। এই অ্যাওয়ার্ড এর অনুষ্ঠানে তাই প্রতিযোগীর মতো যোগদান করে চ্যানেলের প্রতিটা সিরিয়াল (Serial)।

এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের প্রথম প্রেম ও ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে দর্শকদের কাছে। আগামী ১৬ই মার্চ টেলিকাস্ট হতে দেখা যাবে এই অনুষ্ঠান। সেদিন টিভিতে দেখানো হলেও আগে থেকে অ্যাওয়ার্ডের যাবতীয় শুটিং হয়ে যায়। অতএব, খুব স্বাভাবিকভাবেই কানাঘুশো শুনতে পাওয়া যায় কে কোন অ্যাওয়ার্ড পেয়েছে।

ইতিমধ্যেই সমাজ মাধ্যমে প্রকাশ্যে এসেছে বেস্ট জুটির অ্যাওয়ার্ড। তবে, কারা পেল সেই অ্যাওয়ার্ড? বেস্ট জুটি হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছে সকলের প্রিয় ‘অনুরাগের ছোঁয়া’র সোনা-রুপা অর্থাৎ সাইনা চ্যাটার্জি এবং দেবপ্রিয়া বসু।

আরও পড়ুনঃ ‘তোমার নোংরা চরিত্র সামনে আসবে, প্রমাণ ফাঁস হলে মুখ দেখানোর জায়গা পাবে তো?’ সোশ্যাল মাধ্যমে হু’মকি সুস্মিতার প্রাক্তন অনির্বাণের

প্রসঙ্গত বলা যায়, বেস্ট জুটি বলতে কেবল নায়ক নায়িকাদের বোঝায় তা নয়, হতে পারে কোন‌ও খলনায়ক-খলনায়িকার জুটি আবার কোনো বন্ধুত্বের জুটিকেও বোঝানো যায়। বিশেষত, অভিষেক চ্যাটার্জির কন্যা সাইনা এই ধারাবাহিকের মাধ্যমে ছোট পর্দায় আত্মপ্রকাশ করেই তাঁর জীবনে অভিনয় জগতের প্রথম অ্যাওয়ার্ডটা পেয়েছি বলে খুশি অনেক দর্শকেরা। সাইনা ও দেবপ্রিয়ার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে তাদের এই ফটো দেখে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অগুণতি দর্শক।

 

View this post on Instagram

 

A post shared by Saina (@ms.saina_c_)