মমতাশঙ্কর শাড়ির আঁচল গায়ে জড়িয়ে থাকতে ভালবাসেন, আপনার ভাল না লাগলে নগ্ন হয়ে হাঁটুন! কে নিষেধ করেছে? নেটিজেনকে কটাক্ষ কাঞ্চন পত্নীর!

কাঞ্চন-শ্রীময়ী, টলিউডের (Tollywood)অন্যতম চর্চিত জুটি। তবে, এখন তাঁরা ব্যস্ত একরত্তি কৃষভিকে নিয়ে। তারকা জুটির জগতজুড়ে তাঁদের মেয়ে। শ্রীময়ীর কথায়, বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন বাবু মেয়েকে এক কথায় চোখে হারায়।

কিন্তু, এই জুটি নিজেদের জগত নিয়ে ব্যস্ত থাকলেও বৃহস্পতিবার গভীর রাতে ক্ষোভে ফেটে পড়েছেন শ্রীময়ী চট্টরাজ। এমনকি সমাজ মাধ্যমে অভিনেত্রী একাধিক ব্যক্তিকে হুমকি দিয়েছেন রীতিমতো। কি হয়েছে অভিনেত্রীর?

সম্প্রতি অভিনেত্রী এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। আর, সেখানেই শ্রীময়ীর সঙ্গে দেখা হয় নৃত্যশিল্পী তথা অভিনেত্রী মমতা শঙ্করের। একসঙ্গে ছবিও তোলেন তাঁরা। কিন্তু, সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই কু কথায় ভরে ওঠে কমেন্ট বক্স। শাড়ি পরার ধরনকে কেন্দ্র করে কিংবদন্তি শিল্পীকে সেই পুরনো মন্তব্যকে নিয়ে কটুক্তি করে নেটবাসীর একাংশ। এমনকি, ছাড়েননি শ্রীময়ীকেও। অভিনেত্রীর কথায়,
“আমি নাকি ওশের থেকে ওর বাবা কাঞ্চনকে আলাদা করেছি! কত বড় মিথ্যে অভিযোগ”।

এই কথা শুনে ক্ষুব্ধ শ্রীময়ী বলেন, “যিনি এ কথা লিখে জানিয়েছেন তাঁকে চ্যালেঞ্জ ছুড়ছি। আপনার হাতে এই বক্তব্যের স্বপক্ষে যুক্তি থাকলে প্রমাণ করুন। আমি বন্ধ হয়ে যাওয়া মামলা প্রয়োজনে আবার শুরু করব! কিন্তু কোনও মিথ্যে অভিযোগ শুনব না”।

অন্যদিকে, কাঞ্চনপত্নী বর্ষিয়ান শিল্পীকে অযথা কটাক্ষ করা নিয়েও বেশ কিছু কথা বললেন। শ্রীময়ীর কথায়, “মমদি পুরনো দিনের মানুষ। আমার মায়ের বয়সী। আমার মা-ও ছোট পোশাক পরলে এখনও বলে, ‘গায়ে কিছু জড়িয়ে নে’। মমতাশঙ্করও তেমনই গায়ে আঁচল জড়িয়ে থাকতে ভালবাসেন। উনি নিজের ইচ্ছার কথা জানিয়েছেন। কাউকে তো সেটা মেনে চলতে বলেননি!”

আরও পড়ুনঃ দারুণ খবর! মন ফাগুন-এর স্মৃতি উসকে ফের জুটিতে শন-সৃজলা! নতুন গল্প নিয়ে ফিরছে ঋষি-পিহু জুটি?

এমনকি, আপামর জনতার কাছে অভিনেত্রী জানতে চেয়েছেন মমতা শঙ্কর স্বাধীন দেশের নাগরিক হয়ে কেন তার স্বাধীন মত প্রকাশ করতে পারবেন না? এরপরেও অভিনেত্রী বলেন, “কারও যদি মনে হয় তিনি পোশাক পরবেন না, নগ্ন হয়ে হাঁটবেন তা হলে সেটাই করবেন। আপনার ভাল না লাগলে নগ্ন হয়ে হাঁটুন! কে নিষেধ করেছে?” এছাড়া অভিনেত্রী জানান, বিগত কিছুদিন ধরে কয়েকজন মহিলা তার প্রোফাইলে এসে অহেতুক খারাপ মন্তব্য করে চলেছেন। তাদের উদ্দেশ্যে শ্রীময়ী বলেন, মহিলা হয়ে যদি আরেক মহিলাকে সম্মান করতে না পারেন তাহলে বাকিরা এই ধরনের আচরণ করতে সাহস পাবেই।

You cannot copy content of this page