টেলিভিশনের জনপ্রিয় জুটি মানেই আলাদা একটা নস্টালজিয়া। আর এই তালিকায় নাম বলতেই উঠে আসে ‘মন ফাগুন’ (Mon Phagun) -এর ঋষি-পিহু। স্টার জলসার এই ধারাবাহিকের হাত ধরেই প্রথমবার একসঙ্গে কাজ করেছিলেন ‘শন বন্দ্যোপাধ্যায়’ (Sean Banerjee) ও ‘সৃজলা গুহ’ (Srijla Guha) । দুজনের অনস্ক্রিন কেমিস্ট্রি এতটাই মন কেড়েছিল দর্শকের, যে ধারাবাহিক শেষ হয়ে গেলেও আজও মনে দাগ কেটে রয়েছে সেই জুটির জাদু। একটা সময় ‘ঋষি-পিহু’ শুধুই চরিত্র ছিল না, হয়ে উঠেছিল আবেগের নাম।
সেই পুরনো আবেগেই যেন আবার নতুন করে আগুন জ্বলছে ভক্তমহলে। এবার শোনা যাচ্ছে, পর্দার সেই ‘ঋষি-পিহু’ জুটি নাকি ফিরছে আবার! তবে এইবার ছোটপর্দায় নয়, বরং বাস্তব জীবনের রসায়নে। সম্প্রতি তাঁদের একাধিক ফ্যান পেজে এমন কিছু তথ্য উঠে এসেছে যা নিয়ে দর্শকদের কৌতূহলের শেষ নেই। কখনও মিলছে দুজনের ভ্রমণ লোকেশন, কখনও আবার সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবির পটভূমি, সব কিছুই ইঙ্গিত করছে, একে অপরের খুব কাছেই রয়েছেন শন-সৃজলা।
একটি বিশেষ সূত্রে জানা গেছে, রোশনাই-এর শ্যুটিংয়ের জন্য বেনারসে গিয়েছিলেন শন। সে সময় তিনি শেয়ার করেছিলেন কিছু অফ-ক্যামেরা মুহূর্ত। আশ্চর্যের বিষয়, একই দিনে সেই একই জায়গায় উপস্থিত ছিলেন সৃজলাও! ধারাবাহিক শেষ হলেও শনের সোশ্যাল মিডিয়ার পোস্ট আর সৃজলার উপস্থিতি যেন এক সূতোর টানেই বাঁধা। একই লোকেশন, একই দিনে তোলা ছবি—তবু একসঙ্গে কোনও ছবির দেখা নেই! ব্যাস, এতেই জমে উঠেছে গুঞ্জনের বাজার।
এই ‘সিরিজ অফ কোইনসিডেন্স’ নিয়ে রীতিমতো চর্চা চলছে সমাজ মাধ্যমে। অনেকের প্রশ্ন—এই মিলগুলো কি নিছক কাকতালীয়? নাকি এর পেছনে রয়েছে কোনও গোপন সম্পর্ক? এই রহস্যের মাঝেই আরও এক ঘটনা যেন আগুনে ঘি ঢেলে দিল। চলতি বছরের জানুয়ারিতে একে অপরের সঙ্গে তোলা একটি সেলফি পোস্ট করেছিলেন দু’জনেই, যা দেখে উচ্ছ্বসিত হয়ে উঠেছিল নেটদুনিয়া। সেখান থেকেই যেন আবারও উথলে ওঠে পুরনো প্রেমের সম্ভাবনা।
আরও পড়ুনঃ সুদীপের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করলেন স্ত্রী পৃথা!
যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কেউই মুখ খোলেননি। তবুও, তাঁদের একান্ত মুহূর্তের এমন মিল দেখে অনেকে ধরে নিচ্ছেন, হয়তো বাস্তব জীবনেও পর্দার প্রেম সত্যি হয়ে উঠেছে। তবে এই জল্পনা কতটা সত্যি, আর কতটা কল্পনা তা সময়ই বলবে। আপাতত ভক্তদের চোখে-মুখে কেবল একটাই প্রশ্ন, “ফিরছে কি আদৌ ‘ঋষি-পিহু’?” উত্তর মেলেনি ঠিকই, তবে ভক্তদের মন যে নতুন করে ভালবাসায় ভরে উঠেছে, তা বলাই বাহুল্য। বাস্তবে শন-সৃজলা জুটি হলে যে ফ্যানবেসে এক নতুন উন্মাদনা যোগ হবে, তা নিঃসন্দেহে বলা যায়।