আজকের দিনে সিরিয়াল জগতের ঈশাকে কে না চেনে? ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের অন্যতম খলনায়িকার চরিত্রে অভিনয় করেছেন তনয়া মুখার্জি (Tanaya Mukherjee)। যিনি সিরিয়াল প্রেমীদের কাছে ঈশা নামেই পরিচিত। প্রসঙ্গত, সবেমাত্র দিন দুই শেষ হয়েছে এই সিরিয়াল।
তবে, এই অভিনেত্রী আপাতত টেলিভিশনের পর্দা থেকে বিদায় নিলেও ছোটো পর্দায় রেখে গেছেন তাঁর আরেক অংশকে। জানেন কি এই অভিনেত্রীর রয়েছে আরেকটা ছোট বোন। তনয়ার সেই বোনও যুক্ত রয়েছে অভিনয় জগতের সঙ্গে।
কিন্তু, অনেকেই জানেনা তনয়ার বোন কোন ধারাবাহিকের সঙ্গে যুক্ত রয়েছেন? বললে, অবাক হবেন অভিনেত্রীর ছোট বোন জি বাংলার পরিণীতা ধারাবাহিকের সঙ্গে যুক্ত রয়েছে। বলাই বাহুল্য, অভিনয় জগতে এমন অনেক বোন কিংবা ভাইয়েরা রয়েছে যাঁরা একই ইন্ডাস্ট্রিতে কাজ করলেও চেনেনা তাঁদের অনেকেই।
আরও পড়ুনঃ নীরব ভাষায় হৃদয় জয়! শুরুর পর্বেই ‘ডান্স বাংলা ডান্স’-এর মঞ্চ কাঁপালেন মূক-বধির পূজা হালদার
তনয়ার বোনের নাম শ্রীতমা মুখার্জী। এই অভিনেত্রীও তাঁর দিদির মতনই দাপুটে খল চরিত্রে অভিনয় করছেন ‘পরিণীতা’তে। সম্ভবত এর আগে শ্রীতমাকে বিনোদন জগতের পর্দায় দেখা যায়নি। পরিণীতা ধারাবাহিকে মূলত এই অভিনেত্রী পারুল এবং রেহানের সম্পর্কে নানা ঝামেলা সৃষ্টি করছে।