‘দুই শালিক’ (Dui Salik) জমজ দুই বোনের গল্প বলে এই সিরিয়াল। জন্ম থেকে দুই বোন মানুষ হয়েছে আলাদাভাবে। দুজনের কি জানে না যে তারা একে অপরের বোন হয়। বাংলা টেলিভিশন জগতের স্টার জলসার (Star Jalsha) ‘দুই শালিক’ এই মুহূর্তে ধারাবাহিক সমালোচকদের কাছে অন্যতম জনপ্রিয় একটি সিরিয়াল। এই সিরিয়ালের মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাওয়া যায় অর্কপ্রভ, নন্দিনী দত্ত তিতিক্ষা দাস, সায়ন বসুকে।
বর্তমানে দেখা যাচ্ছে গন্ডগোল যতো বিয়ের মন্ডপে। বিয়ের মন্ডপ থেকে আঁখিকে নিয়ে পালিয়ে গেল দেবা। এদিকে জিনিস বিশ্বাসই করতে পারছে না দেবা কে চড় মেরেছে আঁখির মতো নরম মনের একটি মানুষ। এই সিরিয়ালের দুই বোন একেবারে যেন দুই মেরুর। একজন যেমন শান্তি, ধীর-স্থির অন্যদিকে আরেকজন তেমনই দুরন্ত।
আঁখির কথা শুনে তখনই ঝিলিক সিদ্ধান্ত নেয় এ তাকে কিছু একটা করতে হবে এইভাবে চুপচাপ বসে থাকলে চলবে না। অন্যদিকে গৌরবের বড় অ্যাক্সিডেন্ট হয়েছে এ কথা জানে না ঝিলিক। তারপরে, সেই দেবাই গৌরবকে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করে এবং মনে মনে ভাবে কেন আমি এসব করছি। নানান ধরনের চিন্তা ঘুরতে থাকে দেবার মাথায়। এই সময় ঝিলিক আঁখির মতন গলা করে ফোনে কথা বলতে থাকে দেবার সঙ্গে আর বলে, আমি যা করেছি ভুল করেছি। অনুশোচনা হয় আঁখির।
মনের কথোপকথনে মান অভিমান ভাঙার পর দেখতে পাওয়া যাচ্ছে গৌরবের রক্তের প্রয়োজন পড়াতে ডাকাডাকি চলছে হসপিটালে। এরপরই আঁখি অর্থাৎ ঝিলিক জানতে পারে গৌরবের এক্সিডেন্ট ঘটেছে। এই জানা মাত্রই ঝিলিক তড়িঘড়ি নীলিমার সঙ্গে বেরিয়ে যায়। একদিকে ঝিলিকের বিয়ে অন্যদিকে গৌরবের এক্সিডেন্ট এই দুই ব্যাপার নিয়েই বেশ নাজেহাল ঝিলিক, আঁখি এবং দেবা। দর্শকদের মনে এখন একটাই প্রশ্ন, দেবা কি শেষ পর্যন্ত আটকাতে পারবে আঁখির বিয়ে?