বাংলার প্রবাদে আছে, ‘নারী হল সকল শক্তির আধার’ অর্থাৎ মানবজাতির যেকোনো সৃষ্টির মূলেই রয়েছে এই নারী। এক নারী পারে আরেক মানবজাতিকে জন্ম দিতে আবার সেই নারী পারে কোন মানব জাতির অসুরকে দমন করতে। বর্তমানে, এই প্রবাদের এক দৃষ্টান্ত দেখতে পাওয়া যাচ্ছে জি বাংলার (Zee Bangla) ‘জগদ্ধাত্রী’ (Jagatdhatri) ধারাবাহিককে। টেলিভিশন জগতে এই সিরিয়াল দর্শকদের কাছে এক আলাদা রকমের উন্মাদনা সৃষ্টি করেছে।
এই সিরিয়ালের পরতে পরতে রয়েছে চমক, যা দেখার জন্য প্রতিদিনই অতি আগ্রহে বসে থাকে সিরিয়াল প্রেমীরা। এই মুহূর্তে সবথেকে বড় খবর জগদ্ধাত্রী সিরিয়ালে পার হয়ে গিয়েছে বেশ অনেকগুলি বছর। এই সিরিয়াল নির্মাতাদের থেকে সদ্য মুক্তি প্রাপ্ত প্রমোতে দেখতে পাওয়া যাচ্ছে, জগদ্ধাত্রীর মেয়ে দুর্গা বড় হয়ে গিয়েছে। মেয়ে বড় হয়ে তৈরি হয়েছে যেন এক দ্বিতীয় জগদ্ধাত্রী।রূপে-গুণে-কাজে-কর্মে রয়েছে তার মায়ের চরিত্রের ছাপ।
প্রোমোর দৃশ্যে দেখতে পাওয়া যাচ্ছে, একটা গাড়িতে অনেকগুলি গুন্ডা একটা ছোট বাচ্চাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে এবং সেই সময়ই প্রায় মাঝ রাস্তায় হয় দূর্গার আগমন। এক নিমিষেই সব কটা গুন্ডাকে হাওয়ায় উড়িয়ে দিল সাহসী দুর্গা। ফাইটের শেষে দুর্গাকে বলতে শোনা যাচ্ছে, “মর্তের দুর্গাকে দশ হাত লাগে না, দুটো হাতই কাফি। সব অসুরদের বধ করার জন্য”। দৃশ্যের শেষে দেখতে পাওয়া যাচ্ছে, দুর্গা ফিরে গেছে তার মা অর্থাৎ জগদ্ধাত্রীর কাছে।
আরও পড়ুনঃ আদৃত-শুভর সম্পর্ক কি সত্যিই আদৃতের পরিবার মেনে নেবে, নাকি শুভকে ফাঁদে ফেলতে শুধুই নাটক?
প্রোমো দেখে বোঝা গেল, জগদ্ধাত্রী ঢাল হয়ে আসতে চলেছে দুর্গা। খুব স্বাভাবিক ভাবেই, এই প্রমো দেখে দর্শকদের আগ্রহের মাত্রা দ্বিগুণ বেড়ে গিয়েছে। এখন, মেগা প্রেমীদের মনের মধ্যে চলছে নানান প্রশ্ন। তবে কি জগদ্ধাত্রীর যুগ শেষ হয়ে গেল। দুর্গার বিপরীতে কেইবা হবে তাঁর হিরো, গুঞ্জন চলছে সমালোচকদের মধ্যে। তবে এখন একটাই প্রশ্ন, কি মোর আসতে চলেছে এই ধারাবাহিকের দ্বিতীয় ইনিংসে?