‘মানুষ চলে যায় রেখে যায় স্মৃতি’ অর্থাৎ কোন মানুষ পৃথিবী ছেড়ে চলে গেল রেখে যায় এমন বহু স্মৃতি যা কিনা আজীবন সকলের মনে থাকে। সেটা কখনো কারোর কথা বলার ধরন হতে পারে কিংবা নিজের কোনো আলাদা গুণ বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ তার নিজের ছাপ রেখে যেতে চায় এই পৃথিবীর বুকে।
বাংলা সিরিয়ালের গল্পে প্রায়শই কত লোক মারা যাচ্ছে আবার জন্মও হচ্ছে নতুন প্রাণের। ধারাবাহিকের দৃশ্য থেকে সেই চরিত্র চিরকালের মতো বিদায় নিলেও দর্শকদের মনে রেখে যায় আজীবনের জন্য বিশেষ স্মৃতি। অনেক সময় দেখা যায় কোনো অভিনেতা বা অভিনেত্রীর অবর্তমানেও জীবন্ত হয়ে রয়ে যায় তাঁর চরিত্র। বর্তমানে এমনই এক দৃষ্টান্ত দেখতে পাওয়া গেল ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের সেটে।
ইতিমধ্যেই সকলেই জানে আসন্ন আর বেশ কিছুদিনের মধ্যে সাত পাকে বাঁধা পড়তে চলেছে অভিনেতা রুবেল। স্বয়ং পাত্রসহ আত্মীয়-পরিজন, বন্ধু-বান্ধব সকলের প্রস্তুতিও তুঙ্গে। পাত্র অর্থাৎ রুবেলের ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে নানা জায়গায় আইবুড়ো ভাত পর্ব। খুব স্বাভাবিকভাবেই, তাঁর সহকলাকুশলীরাও তাঁকে দিয়েছে আইবুড়ো ভাত। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখা যাচ্ছে, অভিনেতাকে নানা রকমের পদ সহযোগে মাথায় টোপর পরিয়ে খেতে দিয়েছে। আর এর সঙ্গে তো গ্রুপ ফটো খুবই আবশ্যিক। ফ্রেমে দেখা যাচ্ছে অভিনেতাকে ঘিরে ফটো তুলেছে অনেকে।
আরও পড়ুনঃ জবর খবর! নস্টালজিয়া উস্কিয়ে ১৫ বছর পর ফের ছোটপর্দায় ফিরছেন ‘বেহুলা-লখিন্দর’ জুটি! ফের একবার ছোট পর্দায় জুটিতে পায়েল-অর্কজ্যোতি
কিন্তু, নজর করার বিষয় যেটা হল এর মধ্যে ফিরে এসেছে ধ্যাসটামো জেঠু। এই দেখে দর্শকের মনে প্রশ্ন জেগেছে তাহলে কি আবার ফিরতে চলেছে ধ্যাসটামো জেঠু? ফেরে এলেই বা কোন চরিত্র হয়ে আসছে? এই সব ধরনের প্রশ্ন চলছে ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের। অনুরাগীদের মনে। কিন্তু গল্প অনুযায়ী এই জেঠু মারা গেছে বছর কুড়ি আগে। তাই তার ফিরে আসার কোনো সম্ভাবনা নেই বলে মনে করেন দর্শকেরা। কেবল আইবুড়ো ভাত অনুষ্ঠানের জন্যই ধ্যাসটামো জেঠুর আসা। তবে, দর্শকদের এখনো পুরোপুরি সন্দেহ কাটছে না যে এই জেঠু আদৌ কি ফিরে আসছে নাকি না?