বাংলা হোক বা হিন্দি যে কোন ভাষাতেই সিরিয়াল (Serial) যত ভালোই চলুক বা খারাপ শেষ কথা বলবে টিআরপি। প্রতি সপ্তাহের লক্ষীবার এলেই প্রযোজকসহ সকল কলাকুশলীদের চোখ থাকে টিআরপির (TRP) তালিকায়। প্রতি সপ্তাহে টিআরপির নম্বরই নির্ধারণ করে কোন সিরিয়ালের আয়ু কতদিন?
প্রায় প্রতিটা ধারাবাহিকের মধ্যেই অনবরত জোর টক্কর চলতে থাকে এই তালিকায় নিজের স্থান ধরে রাখার জন্য। এই তালিকার মাধ্যমে জানতে পারবে হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে থাকবে গিয়ে আর কে থাকবে পিছিয়ে। এখনকার দিনে প্রতিটা সিরিয়ালই কমবেশি রয়েছে ভালো স্থানে। প্রসঙ্গত বলাই বাহুল্য, এবারের টিআরপি তালিকা দেখলে অনেকেরই চোখ কপালে উঠে যাবে।
চলুন তাহলে জেনে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপির তালিকা। হাড্ডাহাড্ডি লড়াই করে তালিকার প্রথম স্থান দখল করেছে জি বাংলার ‘পরিণীতা’, প্রাপ্ত নম্বর ৭.৮। গল্পের উত্তেজনা ধরে রেখে তালিকায় ৭.৭ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান দখল করেছে ‘ফুলকি’। এরপর তৃতীয় স্থানে রয়েছে স্টার জলসার ‘গীতা এলএলবি’, প্রাপ্ত নম্বর ৭.৪। এরপর চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে ‘কথা’ এবং ‘জগদ্ধাত্রী’, পেয়েছে ৭.৩ এবং ৭.১। সবশেষে রয়েছে ‘কোন গোপনে মন ভেসেছে’, প্রাপ্ত নম্বর ৭.০।
আরও পড়ুনঃ জোর করে একটা হ্যান্ডসাম নায়ককে বুড়ো বানানো হচ্ছে, নতুন নায়ক আনবে বলে! জগদ্ধাত্রী দেখে কটাক্ষ দর্শকদের
চলুন এক নজরে দেখে নিন এই সপ্তাহের টিআরপি লিস্ট-
BT •• পরিণীতা 7.8
2nd •• ফুলকি 7.7
3rd •• গীতা LLB 7.4
4th •• কথা 7.3
5th •• জগদ্ধাত্রী 7.1
6th••কোন গোপনে 7.0