গতকাল থেকে শুরু হয়েছে জি বাংলা (Zee Bangla) নাচের রিয়ালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’। এই চেনা ছন্দ চেনা তালে পাওয়া গেছে সাধারণ বিচারক থেকে শুরু করে মহাগুরুকে। নিঃসন্দেহে, গ্র্যান্ড ধামাকা এন্ট্রি নিয়েছে মহাগুরু মিঠুন চক্রবর্তী।
কিন্তু এই সবকিছুর মাঝে দেখা মিলল একরত্তির চেনা মুখের। আজকালকার দিনে সোশ্যাল মিডিয়ার দৌলতে বাংলার দর্শকেরা মিছরিকে চেনে না খুব কম জনই আছে। ইতিমধ্যেই, বছর তিনেকের এই মিষ্টি খুদে নজর কেড়েছে সবার। মিছরির আসল নাম শ্রীনিকা ঘোষাল।
বর্তমানে নেট দুনিয়ার যুগে ছোট থেকে বড় সবাই মত্ত ভ্লগিংয়ে। আর এই ট্রেন্ড থেকে মিছরিই বা বাদ যায় কেন? তাই, মিছরিরও রয়েছে একটি ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মাধ্যমে সকলের প্রিয় মিছরি রাতারাতি জনপ্রিয়তা পায় নেটিজেনদের কাছ থেকে। চ্যানেলের নাম ‘মিছরি এন্ড মাম্মা’।
শ্রীনিকা তাঁর চ্যানেলে প্রায় রোজই রোজনামচার নানা বিষয়ে তুলে ধরে ভিডিওর মাধ্যমে। আর, এই থেকে বহুল জনপ্রিয়তা পাওয়ার জন্যই সুযোগ পায় অভিনয় করার। মিছরিকে প্রথম দেখা যায় স্টার জলসার উড়ান ধারাবাহিকে। তবে, এখন তাঁকে আবার দেখা যাচ্ছে জি বাংলার ‘ডিবিডি’তে।
আরও পড়ুনঃ পর্দায় ফিরছে ‘খুকুমণি’! দীর্ঘ ৫ মাস পর নতুন রূপে আসছেন দীপান্বিতা! নায়ক চরিত্রে বিরাট চমক
শ্রীনিকার এই রিয়েলিটি শোয়ের উপস্থিতিও প্রোমোর মাধ্যমে সকলের সামনে এসেছে। খুব সম্ভবত অঙ্কুশের সঙ্গে সঞ্চালনার দায়িত্বে থাকবে মিছরি। কিন্ত, এখনও তা স্পষ্টভাবে জানা যায়নি। ছোট্টো ছোট্টো পায়ে শ্রীনিকা তাঁর উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে দেখে অনেক নেটিজেনরাই শুভেচ্ছা জানিয়েছেন।