স্মৃতি ফেরাতে দেশের মাটিতে পা দিল আদৃত! মোহনার কাছে যাবে সে? স্বামীকে ফিরিয়ে আনতে আদির পিছু নিল শুভ! ধুন্ধুমার পর্ব আসছে গৃহপ্রবেশে!

আয়ান, রায় পরিবারের ছেলের স্মৃতি ফেরাতে ঝুঁকি নিল আদি। স্টার জলসা ধারাবাহিকে আজকের পর্বে দেখা যাবে, রাতের বেলা শুভ ও আদি একান্তে কিছু সময় কাটাচ্ছে। এমন সময় আদি নিজে থেকেই শুভকে নাচ করার জন্য আহ্বান জানায়। এরপর, নাচ করতে গিয়ে তাদের মধ্যে কিছু ঘনিষ্ঠ মুহূর্ত সৃষ্টি হয়।

কিন্তু, এই সময়তেই হঠাৎই মোহনার ফোন চলে আসে আর আদিকে বলে, কেনো সে তাঁর দুর্ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে রাজি হয়েছে? উত্তরে আদি বলে, এই সবটাই তাঁর সম্মতিতেই করা হচ্ছে। এদিকে মোহনার বারবার ফোন করার ব্যাপারটা মোটেই ভালো চোখে দেখছে না শুভলক্ষী।

গৃহপ্রবেশ, Grihoprobesh, star jalsha, স্টার জলসা

এদিকে পরের তিনি সকালবেলায় দেখা যায় শুভ আদির জন্য ব্যাগ গুছিয়ে দিচ্ছে। আদি কেশবকে বলছে, তাঁর মা যেনো কোনো চিন্তা না করে। এরপর, এয়ারপোর্টের দিকে রওনা দেওয়ার জন্য সমিত ডাকতে আসে আদিকে। অন্যদিকে, দেখা যায় মোহনাও ব্যাগ গোচ্ছাচ্ছে ইন্ডিয়াতে যাবে বলে।

আকাশ তাঁকে দেশে ফেরার কারণ জিজ্ঞাসা করলে মোহনা কাজের মিথ্যে কথা বলে। কিন্তু, আকাশ মনে মনে ভাবে তাঁর বোন সবকিছু ভুলে রোজকার জীবনে ফেরার চেষ্টা করছে। এরপর দেখা যায়, আদি বাড়ির সবার আশীর্বাদ নিয়ে সমিত ও রূপকের সঙ্গে রওনা দেয় দেশের উদ্দেশ্যে।

আরও পড়ুনঃ “সনাতন জ্বলাতন করে মারে রোজ!” হিন্দু ধর্মকে কটাক্ষ অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর! ‘কাশ্মীরে ওই মানুষগুলোর জায়গায় আপনি থাকলে বোধহয় ভালো হত’, তীব্র কটাক্ষ নেটপাড়ার

বাড়িতে যখন সবাই আদিকে দেশে যাওয়ার জন্য বিদায় জানাচ্ছিল তখন সবার মনেই ভয় হচ্ছিল যে, তাঁরা আবার বাড়ির ছেলেকে হারিয়ে ফেলবে না তো? এই প্রশ্ন চলতেই থাকে সবার মনে। এমন সময়, শুভকে ব্যাগ গুছিয়ে আসতে দেখা যায় আর সবাইকে বলে সেও আদির পিছু পিছু দেশে যেতে চায় যাতে না তাঁর আবার স্বামীকে হারিয়ে ফেলে। এরপর আদিরা দেশে যাওয়া মাত্রই সিটি ফেরানোর জন্য কাজকর্ম শুরু করে দেয় এমন কি যে হোটেলে তারা ছিল সেই হোটেলেই তারা থাকছে। অবশেষে আগে ডাক্তারের কাছে অনুরোধ করছে এভাবেই হোক তার যেন স্মৃতি ফিরে আসে।

You cannot copy content of this page