দীর্ঘ এক বছর পর আবারো মিলন হলে স্বামী-স্ত্রীর। নিজেদের মতন করে সময় কাটালো শুভ-আদি। স্টার জলসা গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখা যাবে, আদি শুভকে বলছে সে কেশবকে অনেক ঘুম পড়ানোর চেষ্টা করেছে কিন্তু পারেনি। তবে, শুভ আসতেই ঘুমিয়ে পড়লো।
এমন সময় শুভ বলে, ‘ওকে ঘুম পড়ানোর অনেক নিয়ম আছে, ধীরে ধীরে তুমি সব জেনে যাবে’। এরপর, আদি বলে, সে না থাকাকালীন শুভর অনেক কষ্ট হয়েছে। সে আর কোনো কষ্ট পেতে দেবে না। আদি আরও বলে, তাঁর অনেক ইচ্ছা ছিল কেশব জন্মানোর সময় অনেককিছু করবে কিন্তু কিছুই করে উঠতে পারেনি। এই ভেবে খুবই কষ্ট পায় আদি।
কষ্ট হলেও বাড়ির কাউকে বলতে পারতো না, শুধু এই জানলার সামনে এসে চাঁদের দিকে তাকিয়ে আদির সঙ্গে কথা বলতো, বলল শুভ। এরপর, আদিও বলে উঠল সেও চাঁদের দিকে তাকিয়ে ভাবতো কেউ যেনো তাঁকে ডাকছে। আদি আরও বলল, এবার বাড়ির আর কাউকে কষ্ট পেতে দেবে না। এরপর, ধীরে ধীরে একে অপরের কাছাকাছি আসতে শুরু করলো তাঁরা।
আর, এমন সময় জিনিয়া শুভকে ফোন করে আদির খবর নেয়। এই দেখে আদি বেজায় রেগে যায় আর শুভকে বলে, জিনিয়া মেয়েটি মোটেই ভালো নয়। এক সময় জিনিয়া তাঁদের অনেক ক্ষতি করতে চেয়েছে। এরপর, শুভ আদিকে ঘুম পারিয়ে দিতে থাকে।
অন্যদিকে, আয়ানের চিন্তায় অস্থির মোহনা। মোহনা মনে মনে ভাবে, আয়ান কী একেবারে তাঁকে ভুলে গেছে? আর পুরোনো স্মৃতিচারণা করতে থাকে। এমন সময়, সে মাঝরাতে বারেবারে আদিকে মেসেজ করে বিরক্ত করতে থাকে। এই সবকিছুই বুঝতে পারে শুভ আর ভাবে, মোহনা তাঁদের স্বামী-স্ত্রীয়ের মাঝে নতুন বাধা হয়ে এসেছে। সে জানো শক্ত করে আদিকে বেঁধে রাখতে পারে, এই বলে ভগবানের কাছে প্রার্থনা করে শুভ।
আরও পড়ুনঃ “চুরি করে চাকরি পাওয়া মূর্তিমানদের মাইনাতে মন্দির-মসজিদ হোক, আমার ট্যাক্সে নয়!’— দিঘায় জগন্নাথ বিঁধলেন ঋত্বিক!
পরদিন সকাল হতেই বাড়িতে আদিকে ওষুধ দেবার ছুঁতোয় এসে হাজির হয় মোহনা। এমন সময়, শুভ মনে মনে ভাবে এত সকালে কে এসেছে? গিয়ে দেখে মোহনা। অন্যদিকে, মোহনা দেখে শুভর কপালে সিঁদুর ঘেঁটে রয়েছে। কিন্তু, মোহনা কোনোমতেই শুভর হাতে ওষুধ দেবে না। তারপর, কথায় কথায় বাড়িতে ঢোকে মোহনা। বাড়ির সবাই নীচে চলে এলে শুভ রান্নাঘরে যায় চা করতে আর সবাই মোহনাকে বলে আদি ঘুমাচ্ছে।