স্টার জলসার গৃহপ্রবেশ ধারাবাহিকে আজকের পর্বে দেখা যাবে, রায় বাড়িতে সকাল সকাল হাজির হয়েছে মোহনা। এই দেখে শুভসহ বাড়ির সবাই একটু অবাক হয়ে যায়। বাড়িতে অতিথি এসেছে তাই শুভ তাঁকে চা করে দিল। এবার, শুভ আদির জন্য ব্ল্যাক কফি বানাতে চাইলেও মোহনা কাকে বলে আয়ানের পছন্দ গ্রীন টি, সে ব্ল্যাক কফি খায় না।
সিঁড়ি দিয়ে নামতে নামতে শুনতে পায় আদি আর বলে, গ্রিন টি আয়ানের পছন্দ, আদৃতের নয়। আদৃত আরো বলে তার পুরনো স্মৃতি ফেরার সঙ্গে সঙ্গে পুরনো অভ্যাসে ফিরে এসেছে। এরপর, মোহনা আদিকে বলে, সে মনে হচ্ছে তাকে একেবারেই ভুলে গেছে। আর এই বলে মোহনা অভিযোগ করতে থাকে আদিকে। আদি মোহনাকে বলে শুধু ওষুধ দেওয়ার জন্য এত সকাল সকাল আসার কোন প্রয়োজন ছিল না তাঁর। এরপর সবাই সবার সঙ্গে কথা বলতে গিয়ে ব্যস্ত হয়ে পড়ে আদি আর বাড়ি চুপিসারে বেরিয়ে যায় মোহনা।
অন্যদিকে দেখা যায়, বেশ রেগে রয়েছে জিনিয়া। শুভ তার পরিকল্পনা শেষ মুহূর্তে এসে ভেস্তে দেয় প্রতিবারের মতো, এবারেও তাই হয়েছে। সমিতকে পুরোপুরি হাতের মুঠোয় আনার আগেই আদৃতের সব কীকরে মনে পরে গেল? এমন সময় দেখা যায় যিনি আর কোন এক ব্যক্তিকে ফোন করে তুলির খোঁজ নিচ্ছে আর সেখানে দেখা যাচ্ছে তুলিকে হাত-পা বেঁধে বন্দী করে রেখেছে।
এরপর, দেখা যায় আদির সঙ্গে দেখা করতে অফিসে গিয়েছে জিনিয়া। জিনিয়া অফিসে আসা মাত্রই কাকামনি আদিকে বলে, সে এই গায়ে পরিবারের সঙ্গে অনেকটা মিশে গেছে। কিন্তু আদি একেবারেই পছন্দ করে না জিনিয়াকে। এদিকে জিনিয়া আদিকে উপহার দিয়েছে তাঁর স্মৃতি ফিরে আসার আনন্দে। আদি জিনিয়াকে পছন্দ না করলেও তাঁকে সাবধান করে দেয় সে সমিতের যেনো কোনো ক্ষতি না করে।
অন্যদিকে দেখা যায় রোমিত সিনেমাতে সুযোগ পেয়েছে বলে বাড়িতে জোরকদমে নাচ প্র্যাকটিস চলছে। আর, পূরবীর নাচের ভিডিও দেখে রোমিতকে নাচ শেখাতে তাঁর মা পরে যায়। শুভ খোঁজ নিয়ে জানতে পারে, পূরবী বেরিয়েছে জিনিয়ার সঙ্গে। আর এর পরেই পূরবী বাড়ি ফেরা মাত্রই তার সঙ্গে ঝামেলা করতে শুরু করে দেয় রোমিতের মা।
আরও পড়ুনঃ ‘মানুষের মতো মানুষ হয়ে উঠুক কৃষভি’, মেয়ে অভিনেত্রী হোক চান না শ্রীময়ী! মেয়ের জন্য ভিন্ন স্বপ্ন বুনছেন তিনি
এরপর দেখা যায় শুভ জিনিয়াকে ঘরে নিয়ে যায় আলাদা করে গল্প করবে বলে। আর এই সুযোগ বুঝেই জিনিয়া তাঁকে আদির পুরনো স্মৃতির কথা জিজ্ঞাসা করতেই শুভ বলে, ‘সে যেন কোনো চিন্তা না করে। শুভ আদিকে বলে দেবে, জিনিয়া এখন কতটা বদলে গেছে’। এই সময় জিনিয়া শুভকে আনমনা দেখে প্রশ্ন জিজ্ঞাসা করলেও সে এড়িয়ে যায়। আর এই ব্যাপারটা খুব ভালোভাবে অনুভব করেই জিনিয়া।
“আগের বছরের মতো গরম নেই, পরের বছর নির্বাচনের সময় দেখবেন কেমন গরমটা পড়ে!” ‘গরম নিয়ে মাথা খারাপ, রাস্তায় নেমে আর কবে জনস্বার্থে কাজ করবেন?’ রচনার মন্তব্যে কটাক্ষ নেট পাড়ার